কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
অনেক দিন পর আবার techtunes এ ফিরে আসলাম।techtunes এ এসে দেখি কয়েকজন দুরদান্ত tuner এর আগমন হয়েছে।তারা techtunes কে করেছে আর বেগময়।
আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি Microsoft poewrpoint এর উপর ধারাবাহিক tune নিয়ে।সপ্তাহে ৫দিন varsity থাকে তাই প্রতি সপ্তাহে ১-২ টি করে powerpoint এর উপর tune করব।আপনারা আমার পাশে থাকবেন।
আমার কাছে Microsoft office 2003 আছে।তাই,আমি Microsoft office powerpoint 2003 নিয়ে কাজ করব।
***ডানপাশে নিচের দিকে create a new presentation এ click করুন।তারপর যে window আসবে তাতে black presentation এ click করুন।
***তারপর,এখানে বিভিন্ন ধরনের layout থাকবে।scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর প্রথম আইকন এ double click করুন।নিচের মত একটি window খুলে যাবে।
***প্রথম পারায় click to add title option থাকবে।এখানে subject এর title লিখতে হবে।click to add text এ ক্লিক করে বিভিন্ন নাম লিখতে হবে।আর ডানে , double click to add clip art এ double click করে বিভিন্ন art clip select করতে হবে।
***আসুন আমরা একটি slide বানাই। click to add title এ click করে techtunes লিখুন।তারপর, click to add text এ ক্লিক করে A very good web site, Every one is student, Every one is teacher, All of tuners are brother লিখি।তারপর, double click to add clip art এ double click করে একটি click art select করি।তারপর, file এ গিয়ে save এ ক্লিক করে ফাইল টি সেভ করি।
***আমরা আরও একটি slide add করব।এর জন্য উপরে insert এ গিয়ে new slide e click করুন।
***একটি নতুন slide open হবে।তারপর, scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর second আইকন এ double click করুন।
***সেখানে title এ good movie লিখুন।তারপর,add text এ গিয়ে Cop out, Alice in the wonderland, Karate kid লিখুন।একটি art clip add করুন।তারপর,file এ গিয়ে save এ ক্লিক করুন।
***আমরা আরও একটি slide add করব।এর জন্য উপরে insert এ গিয়ে new slide e click করুন। একটি নতুন slide open হবে।তারপর, scroll bar এর নিচের দিকে টিপতে থাকুন।এরপর, other layouts অপশন এর প্রথম আইকন এ double click করুন।
***সেখানে title এ techtunes লিখুন।তারপর,add text এ গিয়ে Teaching, Learning, everything লিখুন।একটি art clip add করুন।তারপর,file এ গিয়ে save এ ক্লিক করুন।
***এবার আমরা slide টি show করব।এজন্ন উপরে slide show এ গিয়ে view show তে ক্লিক করুন।এরফলে প্রথম slide টি show হবে।এবং পুরো screen জুড়ে দেখা জাবে।আবার মাউস ক্লিক করুন।পরের slide টি দেখা যাবে।
এভাবে আমরা microsoff powerpoint এর সাহাজ্জে presentation বানাতে পারি।
সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
চালিয়ে জান পাশে আছি,,,,,,,,,,,ধন্যবাদ।