কিভাবে Google Adsense একাউন্ট তৈরি করবেন ও youtube চ্যানেল এর সাথে এড করবেন?

Google AdSense হলো বিশ্বের সব থেকে জনপ্রিয় ও বিশ্বস্থ এড মিডিয়া। সব ওয়েব সাইট মালিকগন’ই Google AdSense একাউন্ট পেতে চায়। যদিও গুগল এডসেন্স একাউন্ট পাওয়াটা একটু কস্ট সাধ্য কিন্তু অসম্ভব নয়। গুগল এডসেন্স এর  Termsগুলো মেনে কাজ করতে পারলে, অবশ্যই এটি একটি সোনার ডিম পাড়া হাসের থেকে কম নয়।

তবে ইউটিউব তেকে এডসেন্স একাউন্ট পাওয়া তেমন কষ্টসাধ্য নয়। এটা খুব সহজেই পাওয়া যায়।

অ্যাডসেন্স কি?
অ্যাডসেন্স হল বিশ্ব বিখ্যাত গুগলের একটি এডভারটাইজিং এজেন্সি। বিভিন্ন পন্যের/সেবার প্রচার ও বি্ক্রয়ের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই্ অ্যাডসেন্স এর নিকট চুক্তিবদ্ধ। তারা তাদের পন্য/সেবার প্রচার ও বিক্রয়ের জন্য অ্যাডসেন্সকে অর্থ প্রদান করে। এডসেন্স তাদের পন্য/সেবার বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রচার করে। এই প্রচার বাবদ অ্যাডসেন্স কর্তৃপক্ষ তার প্রাপ্য  অর্থে একটি অংশ সাইটের মালিক গনকে প্রদান করে। তাহলে কথা হল এডসেন্স কেন? এডসেন্স এর মত আরও অনেক অ্যাডভার্টাইজিং কোম্পানী  আছে ! হা আছে তবে-
  • এডসেনস এর মত তাদের বিশ্ব ব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক নেই।
  • অন্যান্য কম্পানীর থেকে তারা বেশি হারে সাইটে মালিকগনকে প্রদান করে।
  • এডসেন্স এ রয়েছে মাল্টি ইনকামের ব্যবস্থা।
 কিভাবে Google Adsense একাউন্ট তৈরি করবেন ও youtube চ্যানেল এর সাথে এড করবেন?

 

Level 0

আমি শুয়াইবুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস