আমাদের চোখ রঙ পছন্দ করে, পছন্দ করে এক রঙ থেকে আরেক রঙে পরিবর্তন (গ্রাডিয়েন্ট) দেখা। কখনো আমরা চলে যায় উঁচু কোন পাহারের চুরায় পৃথিবীটা উপর থেকে দেখব বলে। চলে যাই কোন সমুদ্রের তীরে, পাড়ে বসে সূর্যাস্ত দেখব বলে।
বিপ্ততিটা তৈরি হয় যখন আমরা সেই দৃশের ছবি তুলতে যাই আমাদের মোবাইল কিংবা সাধের ক্যামেরাটা দিয়ে।যেভাবেই ছবি তুলিনা কেন, এক্সপোজার যেভাবেই অ্যাডজাস্ট করি না কেন চোখ দিয়ে দেখা দৃশের মত ছবি তোলা সম্ভব হয়ে ওঠে না। কারন হল আমদের চোখ যেভাবে হাই ডাইনামিক রেঞ্জের কোন দৃশ্য যেভাবে দেখতে পারে ক্যামেরাগুলো ওই পরিমাণ ডায়নামিক রেঞ্জের ছবি তুলতে পারে না। তাই আমাদের আশানুরূপ ছবি পেতে হলে HDR বা হাই ডায়নামিক রেঞ্জের ছবি তুলতে হবে। HDR কি বা কিভাবে আমরা HDR ছবি তুলব এবং সেটি কিভাবে Lightroom ব্যবহার করে আমরা মার্জ করব সে সম্পর্কে বিস্তারিত নিম্নের ভিডিওটি থেকে দেখে নিন।
আজকের তাহলে এপর্যন্ত, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের টিওটরিয়াল আরো পেতে সবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে। সবাই ভাল থাকবেন...
ফেসবুকে আমি ও
ইউটিউবে আমি
আমার পূর্বের টিওটরিয়ালগুলিঃ
আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।