ভিডিও এডিটিং শিখুন নিজেই ভিডিও তৈরী করুন Corel Videostudio Ultimate X10 Tutorial

Corel Videostudio Ultimate X10 Tutorial

বর্তমানে অডিও ও ভিডিও প্রডাকশনের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে ধরে নেয়া যায়, দেশে ভিডিও এডিটরের চাহিদা ব্যাপক। ভালো এডিটরের প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান বিশেষ জরুরি। এই প্রযুক্তি জ্ঞানের মূল জায়গাটিই হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারকেন্দ্রিক। কম্পিউটারকেন্দ্রিক মোটামুটি ধারণার সঙ্গে যদি সফটওয়্যার পরিচালনার দক্ষতাকে যুক্ত করা যায় তাহলে ভিডিও এডিটিং ক্ষেত্রে ভালো করা সম্ভব।Corel Videostudio Ultimate X10 দিয়ে  Video Editing শিখুন এটি একটি পেশাদারী হয়  সফটওয়্যার আপনি টেক্সট, ফিল্টার, গতি, পরিবর্তন প্রভাব, ইত্যাদি ছাড়াও সঙ্গে হলিউড-মত বাড়ি সিনেমা তৈরি করতে পারবেন যা, এটা সব জনপ্রিয় ভিডিও, ছবি এবং অডিও ফরম্যাটের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং ভাগ করা সম্ভব আপনার সম্পাদিত বিবাহ পরিবারের সাথে ভিডিও এবং একাধিক উপায়ে বন্ধুদের. ম্যাক ও উইন্ডোজ সংস্করণ উভয় উপলব্ধ. আপনি একটি Mac বা PC হয় আপনার বিবাহের ভিডিও সম্পাদনা করতে পারেন.আজ আমি Corel Videostudio Ultimate X10 এর  টিউটোরিয়াল দিব দয়া করে দেখে নিবেন৤ এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবংআপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন।

 

আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত।তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব। পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন। বিদায় নিচ্ছি ভাল থাকবেন।

Level 2

আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস