আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।এখন জেনে নেওয়া যাক, Pendrive কেন Bootable করা হয় ? আমরা যারা নোটবুক ব্যবহার করি, তাদের অনেকেরেই CD Room থাকে না। তারা যখন Windows দিতে চাই তখন CD এর মাধ্যমে দিতে পারে না যেহেতু তাদের পিসি তে CD Room নেই। তখন তারা External DVD অথবা Pendrive এর মাধ্যমে Windows দিতে হয়। সাধারণ Pendrive দ্বারা Windows দেওয়া যায় না, Pendrive কে যদি Bootable করা হয় তাহলে Pendrive এর মাধ্যমে Windows দেওয়া যায়।সম্পূর্ন কাজ এভাবে বলে বুঝানো অনেক কষ্টকর, আর আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। যাতে করে আপনারা সহযেই ব্যাপারটা বুঝতে পারেন। তার পরেও কারো বুঝতে কোন সমস্যা হলে আবশ্যই টিউমেন্ট করবেন। আমি সমাধান দেবার চেষ্টা করবো।ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম ও উপকার হয় দয়া করে Subscribe করতে ভুলবেননা।আরেকটি কথা মানুষ মাত্রই ভুল তাই আমার ও ভুল ত্রুটি হতে পারে দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।