(HTML5 + CSS3) ব্যবহার করে খুব সহজেই বানানো শিখুন একটি সুন্দর প্রফেশনাল Dropdown Menu / Dropdown Navigation Bar। তবে এটা শেখার আগে আপনাকে প্রথমে Menu বানানো জানতে হবে। কিভাবে একটি সুন্দর প্রফেশনাল Menu বানাতে হয় সেটা আমি আমার আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। যারা দেখেননি নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
HTML/CSS কোডগুলি ভালোভাবে বোঝার জন্য অবশ্যই আপনাদের উপরের ভিডিওটি দেখা উচিত। ভিডিওতে আমি প্রতিটি CSS এর ব্যবহার সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি।
আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।