ZenCoding Plugin ব্যবহার করে খুব দ্রুত আমরা HTML কোড করতে পারি। এই ZenCoding Plugin কে Notepad++ এর মাধ্যমে ব্যবহার করতে হয়।
১) প্রথমে Notepad++ Download করে Install করতে হবে।
২) ZenCoding Download করে Unzip করতে হবে।
৩) ZenCoding Plugin এর ভিতরে থাকা ফাইল গুলি Copy করে C:\Program Files (x86)\Notepad++\plugins এই address –এ Paste করতে হবে।
এই ZenCoding Plugin ব্যবহারের মাধ্যমে HTML কোড করা অনেক সহজ হয়ে গেছে।
ধরুন আপনি নিচের HTML কোডটুকু লিখবেন
<!DOCTYPE HTML>
<html lang="en-US">
<head>
<meta charset="UTF-8">
<title>|HERE IS YOUR TITLE NAME|</title>
</head>
<body>
</body>
</html>
তাহলে html:5 লিখে keyboard থেকে CTRL+E প্রেস করলেই উপরের HTML কোডটুকু লেখা হয়ে যাবে। এই রকম আরও অনেক জটিল HTML/CSS কোড আমরা ZenCoding Plugin ব্যবহারের মাধ্যমে খুব সহজে এবং দ্রুত করতে পারবো। এই ভিডিও টিউটোরিয়ালে আমি বিষয়টি সুন্দর ভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশাকরি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন।
আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।