আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের ল্যাপটপ/কম্পিউটারে রাখা যেকোন FOLDER কে LOCK/UNLOCK করতে পারি Command Prompt Command (CMD) এর মাধ্যমে। আমরা অনেকেই ল্যাপটপ/কম্পিউটার ব্যবহার করে থাকি। আবার একটি ল্যাপটপ/কম্পিউটার বাসার কিংবা অফিসের অনেকেই ব্যবহার করে থাকে। প্রত্যেক ইউজারের ফাইল গুলি তাদের নিজেদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজনের ফাইলের গুরুত্ব কিন্তু অন্য একজন বুঝবে না। তাই ভুল বসতো একজন অন্যজনের কোন অতি জরুরী ফাইল ডিলিট করে ফেলতে পারে। একারনেই প্রত্যেক ইউজারের ফাইলের নিরাপত্তার বেবস্তা তার নিজেকেই করতে হবে। এই কারণে তার উচিত হবে একটি নির্দিষ্ট ফোল্ডারে তার প্রয়োজনীয় সকল ফাইল সংরক্ষণ করা। আর সেই ফোল্ডারকে LOCK করে রাখা। তার প্রয়োজনের সময় সে আবার সেই FOLDER কে UNLOCK করে তার প্রয়োজনীয় ফাইল গুলিকে ব্যবহার করতে পারবে। যাতে করে তার নিজস্ব ফোল্ডারের ফাইল গুলি অন্য কোন ইউজারের মাধ্যমে ক্ষতিগ্রস্থ না হয়। এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনি আপনার ল্যাপটপ/কম্পিউটারে রাখা যেকোন FOLDER কে LOCK/UNLOCK করতে পাড়বেন Command Prompt Command (CMD) এর মাধ্যমে।
Video টি Full Screen এ দেখতে চাইলে এখানে Click করুন
আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জিপ ফাইল কিভাবে আনলক করা যায় সেটা কি বলা যাবে?