MAC Address মানে হচ্ছে Media Access Control Address। যাকে আমরা Hardware Address অথবা Physical Address নামেও চিনি। কিছু কিছু বিশেষ মুহূর্তে আমরা অনেকেই আমাদের মেশিনের original MAC কে বদলে অন্য কোন MAC ব্যবহার করতে চাই। আর এটা করি যাতে কিছু সময়ের জন্য কেউ আমাদের উপস্থিতি নির্ণয় করতে না পারে। আমাদের অনেকেরই ধারণা মেশিনের MAC Address কে কোন ভাবেই বদলে ফেলা যায় না; কিন্তু আমি বলছি Machine এর MAC Address বদলে ফেলা সম্ভব। এই কাজটা সাধারণত HACKERS’রা করে থাকে। তারা আরও অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। আজ আমরা দেখবো Windows Platform এ কি ভাবে একটি কম্পিউটারের MAC Address কে বদলে ফেলা যায়। তবে এটা অবশ্যই অসৎ কোন কাজে ব্যবহার করা ঠিক হবে না। জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আপনারা পদ্ধতিটি টেস্ট করে দেখতে পারেন। একটি কম্পিউটারের MAC Address/ Hardware Address/ Physical Address কি ভাবে বদলে ফেলা যায় সেটা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি।
আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।