একই মডেলের পেন ড্রাইভ অনেকেই ব্যবহার করতে পারে। অনেক সময় এমন হয় যে, কার পেন ড্রাইভ কোনটা সেটা খুজে বার করতে বেশ ঝামেলায় পড়তে হয়। প্রত্যেকের পেন ড্রাইভের আইকন হিসাবে যদি নিজেদের ছবি সেট করে রাখা যায় তাহলে খুব সহজেই এই সমস্যার সমাধান হয়ে যায়। কারণ পেন ড্রাইভ ল্যাপটপে ইনসার্ট করা মাত্রই পেন ড্রাইভের আইকনে নিজের ছবি চলে আসবে। আজ এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখবো কিভাবে নিজের ছবিকে পেন ড্রাইভের আইকন হিসাবে সেট করা যায়।
১) একটা পেন ড্রাইভ
২) ico টাইপ আপনার ছবি
৩) ছবিকে আইকন বানাতে ব্যবহার করুন- Online Icon Converter
৪) একটি অটোরান ফাইল।
১) Pen Drive টি আপনার ল্যাপটপে ইনসার্ট করুন
২) একটি নোটপ্যাট ফাইল তৈরী করুন Pen Drive এর ভিতরে।
৩) এবার নিচের কোডটি হুবহু কপি পেস্ট করুন আপনার তৈরী নোটপ্যাড ডকুমেন্টে-
[Autorun]
Label=Albert [এখানে আপনি আপনার Label Name দিবেন]
Icon=albert.ico [এখানে আপনি আপনার Image Name দিবেন]
৫) এবার ফাইলটি Save করুন Autorun.inf নামে।
এবার Enjoy করুন প্রক্রিয়াটি।
আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।