ইমেইলের Encryption এবং Decryption প্রক্রিয়া শিখে নিন

বর্তমান যুগে ইমেইল ব্যবহার করেনা এমন লোক পাওয়া খুব কষ্টসাধ্য হয়ে উঠবে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরুন কোন এক কোম্পানীর আইটি বিভাগে ৫ জন সদস্য আছে। [email protected] ঐ আইটি বিভাগের একটি কমন ইমেইল আইডি যেটি কিনা ঐ ৫ জন সদস্যই ব্যবহার করে। কোন এক বিশেষ প্রয়োজনে ঐ কোম্পানীর এমডি আইটি বিভাগের ম্যানেজারকে একটি ইমেইল পাঠাতে চাইলেন; কিন্তু তিনি চাচ্ছিলেন ইমেইলটা আইটি ম্যানেজার ছাড়া ঐ বিভাগের আর অন্য কোন সদস্যের হাতে পড়লেও তারা যেন সেটাকে পড়তে না পারে। তখন তিনি ইমেইলটিকে Encrypt করে পাঠালেন আর ম্যানেজারকে একটি key পাঠালেন মোবাইলের এসএমএস এর মাধ্যমে যেন ম্যানেজার ঐ key এর মাধ্যমে ইমেইলটিকে Decrypt করে পড়তে পারে। আজ এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখবো কিভাবে একটি ইমেইলকে Encrypt এবং Decrypt করতে হয়। আমি এই ভিডিও টিউটোরিয়ালে একটি ইমেইলকে Encrypt এবং Decrypt করতে হয় সেই প্রক্রিয়াটি ধারাবাহিক আকারে দেখানোর চেষ্টা করেছি। আশাকরি সকলের ভালো লাগবে।  তাই আর অপেক্ষা না করে আজই  ইমেইলের Encryption এবং Decryption প্রক্রিয়া শিখে নিন এবং আপনার ইমেইলের নিরাপত্তা বজায় রাখুন।

Video টি Full Screen এ দেখতে চাইলে এখানে Click করুন

Level New

আমি Albert Subir Mondal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mozila firefox এর জন্য এই ধরনের ভাল Add Ons এর নাম বলতে পারবেন।

    Encrypted Communication এটা Mozila firefox এ কাজ করবে।