আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন, বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Filmora দিয়ে 1 click এ কিভাবে Background sound Noise remove করবেন ।সম্পূর্ন কাজ এভাবে বলে বুঝানো অনেক কষ্টকর, আর আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করলাম। যাতে করে আপনারা সহযেই ব্যাপারটা বুঝতে পারেন। তার পরেও কারো বুঝতে কোন সমস্যা হলে আবশ্যই টিউমেন্ট করবেন। আমি সমাধান দেবার চেষ্টা করবো।ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম ও উপকার হয় দয়া করে Subscribe করতে ভুলবেননা।আরেকটি কথা মানুষ মাত্রই ভুল তাই আমার ও ভুল ত্রুটি হতে পারে দয়া করে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিঃদ্রঃ একটি টিউন লিখতে যে কতোটা সময় ও কতটা ঘাটাঘাটি করতে হয়, তা কেবল যে টিউন লিখে সেই জানে। তাই বলছি দয়া করে টিউনটি কপি করবেননা। একান্তই যদি কপি করতে হয় তবে টিউনারের নাম ও টেকটিউনস এর লিংক উল্যেখ করবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে পরের টিউনে খোদা হাফেজ।
আমি বেলাল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।