যদি আপনার ফোনে আপনার ব্যাংক একাউন্ট বা ক্রেডিট কার্ড সংযুক্ত বা সিঙ্ক্রোনাইজ করা থাকে এবং আপনি হটাৎ একদিন দেখেন আপনার কার্ড থেকে ১০ ডলার উধাও তাহলে আপনি কি ভাববেন? কেউ আপনার কার্ড চুরি করে নিয়েছে কিংবা আপনার একাউন্টের সকল তথ্য পেয়ে গেছে? হতে পারে এর কোন একটি সত্যি কিন্তু যদি একটিও সত্যি না হয়??!!
আপনার টাকা কোথায় গেল? হ্যাঁ, কেউ ভুল করে বা ইচ্ছে করে আপনার ফোনে কোন এপ বা কোন এপের ভেতরে কিছু কিনেছে। আর আপনার বাসায় যদি ছোট কেউ থাকে কিংবা গেম পাগল কোন বাচ্চা বা কেউ থাকে তাহলে তো কথাই নেই... তাদের ভুলের কারণে আপনার বেশ কিছু টাকা খোয়া যেতে পারে, হতে পারে অন্য আরো অনেক সমস্যাও।
এখনকার দিনে মোবাইল এপ গুলোর কাজ করার ধরণ অনেক বদলেছে। হাজার হাজার ফ্রী এপ যেমন আছে তেমনি আছে বেশ অনেকগুলো পেইড এপ(টাকার বিনিময়ে যেসব এপ কিনতে হয়)। আবার ফ্রী অনেক এপের ভেতরেও আরো বেশি ফিচার পাবার জন্য বা এডিশনাল কিছু ফিচার পাবার জন্য দিতে হয় টাকা।
অনেক সময় প্রয়োজনীয় কাজের জন্য আমরা ফোনে ক্রেডিট বা ডেবিট কার্ড বা এমন কোন পেমেন্ট গেটওয়ে এড করে থাকি। কখনো আমরা কোন একটি দরকারি এপ কেনার জন্যও কার্ড এড করে থাকি। এখনকার ফোনগুলি এবং এপের কাজ করার ধরণ এমন যে একবার কোন একটি কার্ড এড করার পর সেটা রিমুভ না করলে সেই কার্ড ফোনে সংরক্ষিত অবস্থায় থাকে এবং একের পর এক পেমেন্ট প্রদানের জন্য সেটা ব্যবহার করা যায় কোন প্রতিবন্ধকতা ছাড়াই। এবং যার ফলে আপনার ছেলে/মেয়ে কিংবা ভাতিজা/ভাতিজি কিংবা ভাগ্না/ভাগ্নী যে কেউ ভুল করে কোন একটি গেমের বিশেষ কিছু সুবিধা পেতে কিংবা একটি পেইড গেম কিনতে আপনার কার্ডের টাকা সম্পূর্ণ নিজের অজান্তেই খরচ করে ফেলতে পারে।
আজকে আমরা কথা বলব কিভাবে এই কোন একটি গেম বা এপের ভেতরের কোন অতিরিক্ত ফিচার পেতে কার্ড দিয়ে টাকা প্রদান করার বিষয়টি বন্ধ করা যায় তা নিয়ে। তো চলুন শুরু করা যাক।
In App Purchases কি?
চলুন প্রথমেই জেনে নেই এই এপের ভেতরে কিছু কেনা বা In App Purchases বিষয়টা কি। স্মার্টফোন ব্যবহারকারী প্রায় সকলেরই এই বিষয় নিয়ে ধারণা আছে। তারপরও বিষয়টা একটু ব্যাখ্যা করা যাক। কোন একটি মোবাইল এপ থেকে যে অতিরিক্ত ফিচার, সুবিধা, সাবস্ক্রিপশন বা আইটেম আপনাকে টাকা দিয়ে কিনতে হয় তাই হল In App Purchases। কোন একটি এপ সম্পূর্ণ ফ্রী হতে পারে কিন্তু ফ্রিতে সেই এপ আপনাকে হয়ত কিছু লিমিটেড কাজ করার সুযোগ দিবে, এপটির সকল ফিচার ব্যবহার করতে বা এপের সব কাজ করতে দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করেন। কিংবা কোন একটি গেমে সকল লেভেল বা বিশেষ লেভেল আনলক করতে, গেমে গোল্ড বা জেম বা এধরণের কিছু কিনতে, কোন সুপার পাওয়ার বা কোন বিশেষ অস্ত্র পেতে আপনাকে কিছু টাকা প্রদান করতে হয়। এসবই In App Purchases এর অন্তর্ভুক্ত।
এক কথায় বলতে গেলে, কোন একটি এপের ভেতর টাকা প্রদান করে কোন অতিরিক্ত সুবিধা নেবার প্রক্রিয়াই হল In App Purchases।
বলতে গেলে অনেক সময় In App Purchases খুবই উপকারী বা কার্যকরী হতে পারে, যদি সেটা সঠিক কারণে করা হয়ে থাকে। প্রয়োজনীয় অনেক বিশ্বসেরা এপের বিশেষ কোন সুবিধা নিতে আপনি In App Purchases করতে পারেন কিন্তু যদি ভুলে বা অন্য কোন কারণে কোন অপ্রয়োজনীয় কোন এপে কিছু কিনে ফেলেন তাহলে সেটা অবশ্যই আপনার জন্য অনেক ক্ষতিকর। আর এটা ঝুকিপূর্ণ হয়ে উঠে কেননা এপগুলো নিজেদের পকেট পূর্ণ করার জন্য আপনাকে সবসময় In App Purchases এ উৎসাহিত করে এবং ব্যাপারটাকে অনেক সহজ করে দেয় ফলে ভুল হওয়াটা খুবই সহজ।
সব In App Purchases কি একই রকম?
উত্তরটা হল 'না'। একটা এপের ভেতর অনেক রকম কারণে অনেক রকম ভাবে আপনি টাকা দিয়ে কিছু কিনতে পারবেন। বিভিন্ন রকম In App Purchases গুলি হল:
One-Time Purchases
গেম লেভেল, কোন একটি বিশেষ ফিচার, গেমের ম্যাপ বা এই ধরণের কিছু কেনা হল ওয়ান টাইম। এগুলো শুধুমাত্র একবার কিনলেই চলে। এরপর যখন ইচ্ছা ব্যবহার করা যায় কিংবা এপটি ডিলেট করে দেবার পরেও আবার ইন্সটল করার পরেও সেগুলো ব্যবহার করা যায় আর কিনতে হয় না।
Perishable Purchases
মূলত এ ধরণের ক্রয়গুলি বারবার করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, গেম কয়েন, হেলথ, গোলাবারুদ, গোল্ড, ডায়মন্ড, জেম এ ধরণের জিনিসগুলি যেগুলি শেষ হয়ে যাবে কিংবা নির্দিষ্ট মেয়াদের পর আর থাকবে না। এপ ডিলেট করে দিলেও এগুলো আর থাকবে না নতুন করে কিনতে হবে। বারবার।
Subscription
এক বছরের জন্য কোন একটি এপের সকল ফিচার ব্যবহারের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে এক বছরের সাবস্ক্রিপশন কেনা যায়। এরও নির্দিষ্ট মেয়াদ আছে তবে কোন কারণেই এই সময়ের আগে এর কোন সমস্যা হবে না, এপ ডিলেট বা অন্যকোন কারণেও না।
In App Purchases কিভাবে বন্ধ করবেন?
ইতিমধ্যেই হয়ত আপনি এর কারণে কোন ভোগান্তি পোহিয়েছেন কিংবা কে জানে ভুলে আপনার বেশ কিছু টাকা হয়ত চলে যেতে পারে। আর তাছাড়া বার বার এপগুলো অভ্যন্তরীণ ক্রয়ের জন্য নোটিফিকেশন শো করে যেটাও অনেক বিরক্তিকর। আর তাই ঝামেলা থেকে বাঁচতে বন্ধ করতে হবে এই In App Purchases।
IOS বা আইফোনে
Settings –> General –> Restrictions এ গিয়ে “Enable Restrictions” এর উপর ট্যাপ বা ক্লিক করুন। যদি প্রথমবারের মত আপনি এটা করতে গিয়ে থাকেন তাহলে আপনাকে একটি PIN কোড দুইবার দেবার মাধ্যমে কাজটি সম্পন্ন করতে হবে। তারপর নিচে নেমে “In App Purchases” এর উপর ট্যাপ করে Off করে দিতে হবে।
এন্ড্রয়েড
Google Play Store ওপেন করে 'Settings' থেকে 'User Controls' থেকে “Set or change PIN” এ গিয়ে একটি নতুন PIN দিয়ে দিন। আইফোনের মত এখানে In App Purchases সম্পূর্ণ বন্ধ করা যায় না কিন্তু “Use PIN for purchases” অন করে In App Purchases এ আরেক ধাপের সিকিউরিটি এড করতে পারেন।