আমরা যারা মাইক্রোসফট এর উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করি, তারা সবাই একটা কাজ করতে খুব ভয় পাই। সেটা হল সি ড্রাইভে প্রবেশ করা। কিন্তু এখানেও খুব সহজেই প্রবেশ করা যায়, এবং উইন্ডোজ কে কাস্টমাইজ করা যায়।
আপনাদের সাথে যে বিষয়টি আজকে আমি শেয়ার করব সেটি হল উইন্ডোজের ডিফল্ট সাউন্ড পরিবর্তন। অর্থাৎ ,যেমন আপনি বিভিন্ন ধরনের রিমোভাল ডিস্ক ব্যাবহার করেন। এটি পিসিতে প্রবেশ করালেই এটি টুং করে একটি শব্দ করে।আবার আপনি যখন পিসি অন বা অফ করতে যান, তখন উইন্ডোজ একধরনের শব্দ করে।
আপনার কি মনে হয়না যদি এ শব্দগুলি পরিবর্তন করে আপনার মনের মত গান, বা আজান বা যে কোন পছন্দের সুর শুনতে পেতেন!
আজকে আমরা সে কাজটাই করতে চেষ্টা করবো।
প্রথমে সি ড্রাইভে যান।
তারপরে আপনার সি ড্রাইভ যদি হিডেন বা লুকানো অবস্থায় তাহলে "Show the contents of this folders" এ ক্লিক করুন।
তারপরে উইন্ডোজ নামক ফোল্ডারে যান।
তারপরে মিডিয়া নামক ফোল্ডারটি খুজে বের করুন, এবং ভিতরে যান।
তারপরে দেখুন অনেকগুলো .wav এক্সটেনশনযুক্ত ফাইল রয়েছে।
এরপরে যা আপনি পছন্দ করেন যে এটা আপনি পরিবর্তন করবেন, সেই নামে একটি গান বা আজান ফাইল করুন(যেমন,Windows XP Hardware Insert )। গানটি যেন অবশ্যই .wav ফরম্যাটের হয়। ওয়াভ ফরম্যাট করার জন্য আপনি Format factory নামক সফটওয়ার ব্যাবহার করতে পারেন। এখন এই গানটি মিডিয়া ফোল্ডারে পেস্ট করুন। আগের সাউন্ডটি পরিবর্তিত হয়ে নতুন সাউন্ড হবে।
এরপর আপনার পিসি তে পেনড্রাইভ প্রবেশ করান, আর শুনুন আপনার প্রিয় কোনও শব্দ।
আমি asruhin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন ছেলে। নিজেকে স্বার্থপর এর মত ভালবাসি।
thank’s 4 share…….