ফটোশপ দিয়ে তৈরি করুন Youtube চ্যানেলের ব্যানার/কর্ভার ফটো খুবি সহজে।

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই,আশা করি সবাই ভালো আছেন? আমার ৫ম টিউনে সবাইকে স্বাগতম। আমি তৌসিব জিহাদ। এবার মূল কথায় আসা যাক। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে ফটোশপ দিয়ে Youtube চ্যানেলের ব্যানার/কর্ভার ফটো খুবি সহজে তৈরি করতে পারবেন।চ্যানেলের ব্যানার/কর্ভার ফটো তৈরি করার জন্য যেকোন ফটোশপ ব্যবহার করতে পারেন। যেমন, Photoshop CC, Photoshop Ps, Photoshop 7 আরও অনেকগুলো।

ব্যানার/কর্ভার তৈরি নিয়ম গুলো

প্রথমে ফটোশপটি Open করে নিন। যেটি আপনি ব্যবহার করছেন। তার পর নিউ Layers তৈরি করুন/ Ctrl+N চাপুন।

আপনার সামনে এই রকম একটি অপশোন চলে আসবে।আপনি Width : 1560 and Height:1440 দিবেন। আর সব গুলো Pixels করে দিবেন। Background Contents :-Transparent করে দিবেন।তার পর ok বাটনে ক্লিক করুন। নিচের এই রকম একটি Layer তৈরি হয়ে যাবে।

নিচের এই রকম একটি Layer তৈরি হয়ে যাবে।

 

 

 

এখন এর Rectangle tools ব্যবহার করে নিচের এই রকম তৈরি করুন।

  • এখন নিচের নীল রঙটি Layer-1
  • উপরের নীল রঙটি Layer-2
  • এবং মাঝ বরাবর নীল রঙটি Layer-3
  • এখান থেকে  Layer-1 এবং  Layer-2 Delete করে দিন।
  • তার পর নিচের এই রকম একটি Layer তৈরি করুন।

আপনি চাইলে Layer এর রঙ চ্যাঞ্জ করতে পারেন Gradient tool ব্যবহার করে। আমি চ্যাঞ্জ করে নিয়েছে।

তার পর Text লিখুন আপনার মনের মতো করে।

আপনার যদি বুঝতে অসবিধা হয় তাহলে  নিচের ভিডিওটি দেখুনঃ

আপনাকে ধন্যবাদ আমার টিউনটি পড়ার জন্য। পরবর্তি টিউনের জন্য অপেক্ষো করুন।

Level 1

আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস