অনেক দিন পর আবার টিটিতে টিউন করছি। খুবই ভাল লাগছে 🙂 আজ আমি আপনাদের গুগল লক কি করে বাইপাস করবেন তা নিয়ে আমার সামান্য প্রয়াস। এটা শুধু স্যামসাং মোবাইল নিয়ে। যে সকল স্যামসাং সেটের এন্ড্রয়িড ভারসন ৭ বা তার আপ সেই সেট গুলির গুগল লক সমধান করবেন তা দেখবো। আমি ভিডিও দিয়ে দিচ্ছি তারপর আপনাদের বুঝার জন্য এখানে কিছু বলে দিবো।
ট্রিকসঃ দ্বিতীয় কমান্ডে ১২৩ স্থলে আপনার মোবাইল নং দেন, কমান্ড সেন্ড হলে আপনার মোবাইলে কল যাবে,কল রিসিভ করে লক মোবাইলে ড্রাগ করেন নেট ব্রাউজার অপশন পেয়ে যাবেন।
টিউমেন্ট করতে ভুলবেন না যেন 😀
আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় Md.Ishaq Mia,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।