[পাঠকের সুবিধার্থে পোস্টের শুরুতেই বলি, আমরা পিসিতে যে ৪০০-৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো ডাউনলোড করি ,আমি সেগুলোই মোবাইল দিয়ে ডাউনলোড করি]
আমার মতো অনেকেরই মুভি ডাউনলোড করার অভ্যাস/বদঅভ্যাস আছে ,প্রতিদিন অন্তত একটা মুভি ডাউনলোড করা চাই চাই । আবার অনেকেই আছে যাদের ইচ্ছা আছে ডাউনলোড করার কিন্তু নেটের শম্ভুক গতি আর ধৈর্য্যহীন হবার কারণে ডাউনলোড করতে চায়না ,একটা মুভি ডাউনলোড করতে মিনিমাম ৪-৫ ঘন্টা লেগেই যায় ,এত দীর্ঘসময় পিসি অন রাখা অনেকের কাছে বিরক্তিকর যাই হোক আমি কিন্তু ধৈর্য্যহীনদের গ্রুপেই ছিলাম ধুর রাতে ডাউনলোড দেই মাঝ রাতে ঘুম ভেঙ্গে দেখি ডাউনলোড বন্ধ হয়ে গেছে এই রকম হাজারো ঝামেলা মাঝে মাঝে ভাবতাম ইশ মুভিগুলো যদি মোবাইলে ডাউনলোড দিতে পারতাম তাহলে একেতো বিদ্যুৎ বাচতো তার উপরে ঝামেলা অনেকটাই কমতো ।
অবশেষে একটা সমাধান পেলাম আর বর্তমানে আমি প্রতিরাতেই একটা করে মুভি ডাউনলোড করি কোন ঝামেলা ছাড়াই শুধু মোবাইলটা চার্জারে লাগিয়ে দেই ঘুম আর সকালে উঠে মুভিটা মোবাইল থেকে পিসিতে ট্রান্সফার করে ফেলি 🙂
চলুন কিভাবে এই কাজটি করা যায় ধাপে ধাপে টিউটোরিয়াল দেখি
প্রথমেই আপনাকে ডাউনলোড করতে হবে UC BROWSER নামক মোবাইল ব্রাউজারটি এজন্য এখানে ক্লিক করে ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন
আশা করি এখন থেকে সব মুভিগুলো মোবাইলেই ডাউনলোড করতে পারবেন । টিউটোরিয়ালের কোন অংশ বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানাবেন আমি সমাধান দেবার চেষ্টা করবো ।
[নিয়মিত মুভি ডাউনলোড করার অভ্যাসের ফলে অনেকদিন ধরেই এই পদ্ধতিতে মুভি ডাউনলোড করে আসছি পরে কারণ পিসি ওপেন রাখার ঝামেলা নাই , এই পোস্টটি টিউনার মার্ক বিপ্লব রিকোয়েস্টে লিখেছি]
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
ওয়েলকাম ব্যাক 🙂