আপনার মোবাইল ব্রাউজার দিয়েই মোবাইলেই ডাউনলোড করুন ৪০০-৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো [টিউটোরিয়াল]

[পাঠকের সুবিধার্থে পোস্টের শুরুতেই বলি, আমরা পিসিতে যে ৪০০-৭০০ মেগাবাইট সাইজের মুভিগুলো ডাউনলোড করি ,আমি সেগুলোই মোবাইল দিয়ে ডাউনলোড করি]

আমার মতো অনেকেরই মুভি ডাউনলোড করার অভ্যাস/বদঅভ্যাস আছে ,প্রতিদিন অন্তত একটা মুভি ডাউনলোড করা চাই চাই । আবার অনেকেই আছে যাদের ইচ্ছা আছে ডাউনলোড করার কিন্তু নেটের শম্ভুক গতি আর ধৈর্য্যহীন হবার কারণে ডাউনলোড করতে চায়না ,একটা মুভি ডাউনলোড করতে মিনিমাম ৪-৫ ঘন্টা লেগেই যায় ,এত দীর্ঘসময় পিসি অন রাখা অনেকের কাছে বিরক্তিকর যাই হোক আমি কিন্তু ধৈর্য্যহীনদের গ্রুপেই ছিলাম ধুর রাতে ডাউনলোড দেই মাঝ রাতে ঘুম ভেঙ্গে দেখি ডাউনলোড বন্ধ হয়ে গেছে এই রকম হাজারো ঝামেলা মাঝে মাঝে ভাবতাম ইশ মুভিগুলো যদি মোবাইলে ডাউনলোড দিতে পারতাম তাহলে একেতো বিদ্যুৎ বাচতো তার উপরে ঝামেলা অনেকটাই কমতো ।

অবশেষে একটা সমাধান পেলাম আর বর্তমানে আমি প্রতিরাতেই একটা করে মুভি ডাউনলোড করি কোন ঝামেলা ছাড়াই শুধু মোবাইলটা চার্জারে লাগিয়ে দেই ঘুম আর সকালে উঠে মুভিটা মোবাইল থেকে পিসিতে ট্রান্সফার করে ফেলি 🙂

চলুন কিভাবে এই কাজটি করা যায় ধাপে ধাপে টিউটোরিয়াল দেখি

    1. প্রথমেই আপনাকে ডাউনলোড করতে হবে UC BROWSER নামক মোবাইল ব্রাউজারটি এজন্য এখানে ক্লিক করে ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন

      এই ব্রাউজারটির ডাউনলোড ম্যানাজারটি আমার দেখা সেরা মোবাইল ডাউনলোড ম্যানাজার আমার মোবাইলে প্রায় ২৫+ কেবিপিএস করে ডাউনলোড হয়
      মুভি ডাউনলোড করার বিশ্বস্ত সাইট StageVu থেকে আমরা ডাউনলোড করবো কিন্তু আপনি যখন Uc browser দিয়ে stagevu তে প্রবেশ করবেন তাহলে নেক্সট পেইজ এ যেতে পারবেননা কারণ এ্ই মোবাইল ব্রাউজারটি জাভা স্কীপ্ট সাপোর্ট করেনা
      এজন্য আপনাকে আপনার পিসি থেকে StageVu মুভি লিংকটি কোথাও শেয়ার করতে হবে তারপর মোবাই্ল থেকে সেই লিংকে ক্লিক করলে সরাসরি মুভিটির লিংকে চলে যাবে তারপর ডাউনলোড লিংকে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে অথবা মুভি লিংকটি সরাসরি মোবাইল ব্রাউজারের এড্রেস বারে টাইপ করতে হবে
      উদাহরণ স্বরুপ Astro Boy মুভিটির StageVu সরাসরি লিংক হলো http://stagevu.com/video/xvpsnnzfsyxf এই লিংকে ক্লিক করলে StageVu যাবে সেখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে একদম পিসির মত স্পিডে
      StageVu লিংকগুলো ফেইসবুকে শেয়ার করতে পারেন তারপর মোবাইল থেকে Uc Browser দিয়ে ফেইসবুকে লগিন করে StageVu এর লিংকে ক্লিক করলে সরাসরি মুভির কাছে চলে যাবেন তারপর ডাউনলোড শুরু করে দিতে পারবেন অথবা লিংকটা সরাসরি মোবাইল ব্রাউজারের এড্রেসবারে লিখতে পারেন তাহলেও হবে
      এছাড়া আরও একটি সাইট আছে যেটাতে কোথাও লিংক শেয়ার করা লাগেনা সরাসরি সাইটে যান ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড শুরু হয়ে যাবে
      সাইটটির ঠিকানা হলো Magicp30
      এই সাইটির একটাই সমস্যা সাইটের ভাষা আরবি তবে ভয় পাবেন না প্রথমে সাইটটিতে যান মুভির নামগুলো ইংরেজিতে লেখা মুভির নামের উপরে ক্লিক করুন নিচের দিকে যান মুভির বণর্ণার নিচের দিকে দেখবেন ডাউনলোডের একটা সিম্বল পাবেন এটাতে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে

      এই সাইটের ভাষা আরবি হলেও মুভির সবকিছুই ইংরেজিতে
  • আশা করি এখন থেকে সব মুভিগুলো মোবাইলেই ডাউনলোড করতে পারবেন । টিউটোরিয়ালের কোন অংশ বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানাবেন আমি সমাধান দেবার চেষ্টা করবো ।

    [নিয়মিত মুভি ডাউনলোড করার অভ্যাসের ফলে অনেকদিন ধরেই এই পদ্ধতিতে মুভি ডাউনলোড করে আসছি পরে কারণ পিসি ওপেন রাখার ঝামেলা নাই , এই পোস্টটি টিউনার মার্ক বিপ্লব রিকোয়েস্টে লিখেছি]

    আমার ব্যক্তিগত ব্লগে পূর্বে প্রকাশিত

    Level 0

    আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    ওয়েলকাম ব্যাক 🙂

    Level 0

    মোবাইলে নেট চালাতে টাকা লাগবে না???

    ভাল ভাল……….

    প্রিন্ট কেমন তা তো বললেন না?

      স্টেজভুতে সব ধরনের প্রিন্টেরই মুভি পাওয়া যায় । যখন ডাউনলোড করবেন তখন ডিভিডি রিপ,ব্লু রিপ এগুলো দেখে করবেন তাহলে ভালো প্রিন্ট পাবেন আবার প্রতিটা মুভির নিচে কমেন্টস এ এর প্রিন্ট সম্পর্কে মন্তব্য দেয়া থাকে সেগুলো খেয়াল করলেই হবে ।

    অনেক দিন পর আপনাকে টিটিতে দেখতে পেয়ে ভালো লাগলো… আপনি কোন কোম্পানীর নেট ইউজ করছেন? আর আপনি আনলিমিটেড নেট ইউজ করেন তা আপনার লেখা প্রমাণ করে [আমার ধারণা ভুলও হতে পারে]… তো মাসে কত টাকা দিতে হচ্ছে।

      আমি বাংলালিংক আনলিমিটেড ব্যবহার করি মাসে দিতে হয় ৭৫০ টাকা ভ্যাট সহ আর হ্যা বাংলালিংকের আনলিমিটেডে কিন্তু কোন ফেয়ার ইউজেস পলিসি নেই

    Level 0

    UC Browser এ default ভাবেই 4-5 টা muvee link থাকে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ধন্যবাদ ভাইজান তথ্যটি শেয়ার করার জন্য । দেখি ট্রাই করে পারি কিনা ।

    ভালো লাগলো,ধন্যবাদ

    Level 0

    আর কোনো মুভি সাইট আছে ভাই??

      অধিকাংশ মুভিগুলো স্টেজভুতেই পাবেন । সব সাইট থেকে ডাউনলোড করা যায়না এটা একটা সমস্যা । আপনি খুজে দেখতে পারেন

    আগে ভাবিনি! এখন গেম নামাতে অনেক আরাম হবে!

    মামুন ভাই আন্নেরে ধইন্না, আমার অনেক উপকার হইলো । 😀

    মামুন ভাই আবার অনেক দিন পর? যাই হোক ফিরে পেলাম তাহলে আবার আপনাকে।

    টিউনটি ভাল লাগল।
    আর হ্যা একটা কথা বাংলালিংকের ডাউনলোড স্পিড কেমন?
    জানালে আমিও ব্যবহার করতাম।

      বাংলালিংক ইন্টারনেটের স্পিড আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় তাই তোমার এলাকায় কেমন স্পিড পাওয়া যাবে তা বলতে পারছিনা । আমি কুমিল্লাতে ২৫ কেবিপিএস এর মতো ডাউনলোড স্পিড পাই ।

    আমি UC BROWSER দিয়ে কখনো মুভি ডাউনলোড করিনি। তবে হ্যাঁ, সফ্টওয়্যার ডাউনলোড করেছি।

    Level 0

    nice……