গতকাল রমনা পার্কে টেকটিউনস্ এর মিটআপ-এ গিয়েছিলাম।অনেকের সাথে পরিচয় হল এবং টেকটিউনস্ সম্পর্কে অনেক কিছু জানলাম, টেকটিউনস্ মিটাআপে আমার প্রথম বারের অভিজ্ঞতাটি খুবই সুখকর হয়ে রইল।মিটআপের পর আড্ডাদেয়ার সময় ফেসবুক গুরু জান চাইলেন অরিজিনাল উইনডোজ কিভাবে ব্যাকাপ নেয়া যায়?এ কারনেই আমার আজকের এই টিউন।
বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা যখন বাজার থেকে কোন নোটবুক, নেটবুক, ল্যাপটপ অথবা ব্রান্ডের ডেস্কটপ কিনি তখন সাথে বিল্ডইন অবস্থায় অরিজিনাল উইনডোজ দেয়া থাকে কোন ওএস এর ডিস্ক সাথে থাকেনা; যদি দেয়াও থাকে পরবর্তীতে তা কোন কাজে আসেনা।কারন অরিজিনাল উইনডোজ এর একটি সিরিয়াল কি ব্যবহার করে একবারই রেজিষ্ট্রেশন করাযায়।তো আমরা অনেকেই কোন কারনে অরিজিনাল উইনডোজটি ফরমেট করতে হলে আর তা ব্যবহার করতে পারিনা। তাই আজকে আমরা জানব কিভাবে অরিজিনাল উইনডোজ এর রিকোভারি ডিস্ক তৈরী করতে হয়।
শুরু করা যাক.....................
আপনার উইনডোজটি ওপেন করুন; স্টার্ট বাটন ক্লিক করুন; অল পোগ্রামস-এ ক্লিক করুন,
তার পর একসেসরিজ থেকে সিসটেম টুলস এবং কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন।
কন্ট্রোল প্যানেল ডায়ালগ বক্স থেকে ব্যাকাপ এন্ড রিষ্টোর এ ক্লিক করুন।
ব্যাকাপ এন্ড রিষ্টোর ডায়ালগ বক্স থেকে বাম পাশের প্যানেলে ক্রিয়েট এ সিসটেম রিপেয়ার ডিস্ক এ ক্লিক করুন।
আপনার সিডি/ডিভিডি রাইটার এ ডিস্ক দিন এবং ক্রিয়েট বাটনে ক্লিক করুন।
আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
[url=http://onubad.tutobd.com][img]http://tutobd.com/ad/onubad_ad2.gif[/img][/url]
টিউনটা কি সম্পূর্ণ??? এরপর কি করতে হবে জানাইলে ভালো হতো। আজকে সকালে ট্রাই দিসিলাম। হয় নাই মনে হয়।