হাই !
আমি মিশকাত । এটাই আমার প্রথম টিউন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোথাকার আনন্দ আরো বাড়ানোর জন্য নিয়ে এলাম জিপি ফ্রি নেট। এটা জিপি সব সিমেই কাজ করবে। জিপি ইজিনেটের মাধ্যামে আমরা ফ্রি নেটটি ইউজ করব। তবে অনেকের ফোনে জিপি ইজি নেট দিয়ে ভিপিএন কানেক্ট হয় না। তাদের ip address প্রবলেম আছে যার কারনে তাদের ভিপিএন কানেক্ট হয় না। ip address কিভাবে ঠিক করবেন এটা নিচে শেয়ার করা আছে।
প্রথমেই আমরা জিপি ইজি নেট একটিভ করব এর জন্য ডায়াল করুন *১২১*৩*৭*৩# এবার আপনার বর্তমান এক্টিভ ইন্টারনেট প্যাকেজটি অফ হবে। তারপর আবার ডায়াল করুন *৫০০০*৫৫# এই কোড ডায়াল করলে আপনার জিপি ইজি নেট চালু হবে। একটা ম্যাসেজ আসবে ম্যাসেজ আসার পর ফোনটি রিস্টার্ট করুন।
এখন আপনার ফোনের যেকোন ব্রাউজার এ গিয়ে সার্চ করুন http://www.google.com এটা সার্চ করার পর যদি নিচের স্ক্রিনশট এর মত একটা পেজ আশে তাহলে বুঝবেন আপনার ফ্রিনেট চলবে।
আমরা আজকে যে ভিপিএন দিয়ে ফ্রি নেট ইউজ করব তার নাম হলো WebTunnel
Webtunnel এর মাধ্যমে প্রতিদিন ১৫০ এমবি ইউজ করতে পারবেন।
এবার নিচের স্ক্রিনশট দেখে সেটিং ঠিক করে নিন।
সব সেটং ঠিক করার পরও যদি আপবার ভিপিএন কানেক্ট না হয় তাহলে আপনার
IP Address প্রবলেম আছে।
IP Address প্রবলেম যেভাবে ঠিক করবেন এখান থেকে ভিডিও দেখুন:
টিউন বুঝতে যদি সমস্যা হয় তাহলে ভিডিও টিউটোরিয়াল টি দেখুন আর নিয়মিত এন্ড্রয়েড, কম্পিউটার, ফ্রি নেট, আপস রিভিউ সহ লেটেস্ট টেক আপডেট পেতে আমাকে ফলো করুন।
ধন্যবাদ
আমি মুজাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভুয়া