সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আজকের টিউন একজন Youtuber এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টিউন।আজকের টিউনে Youtube এর খুটিনাটি সব আলোচনা করা হবে। যারা চ্যানেল খুলে বসে আছেন কিন্তু কাঙ্ক্ষিত ভিউ এবং সাবস্ক্রাইব পাচ্ছেন না তাদের জন্য অনেক হেল্প হবে।কেননা আজকের টিউনে অনেক আইডিয়া দিব আপনাদের যার মাধ্যমে আপনারা সহজেই কিভাবে চ্যানেল কাস্টমাইজ করবেন,কিভাবে থাম্বনেইল তৈরি করলে ভিউ বাড়বে সব আলোচনা করব।আসলে Youtube কিন্তু বাংলাদেশ বাজারে অনলাইন আর্নিং এর একটা গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।এর মাধ্যমে এখন অনেকে আয় করছে।যদি আপনি এখনও Youtube নিয়ে না ভাবেন তাহলে আজকের টিউন এর পর ভাবতে পারেন।
মোট কথা নতুন থেকে পুরাতন আশা করি সবার একটু একটু হেল্প হতে পারে তো টিউনে চলে যায়।আর যারা পুরানো তারা নিচের দিকের ভিডিও দেখেন হেল্প হতে পারে।আর যারা সম্পূর্ণ নতুন তাদের বলব সিরিয়াল এর মত করে ভিডিও গুলো দেখেন অনেক উপকার হবে।
এই টিউটোরিয়ালে শুধু আমি একটি চ্যানেল কাষ্টমাইজ করেছি তা না।আসলে একটা চ্যানেলে সাজানো থেকে শুরু করে কিভাবে Featured Content দিবেন কিংবা কিভাবে Branding Set করবেন কিংবা কিভাবে চ্যানেল Art লিংক দিবেন সেটাও আলোচনা করছি।যদি এই সকল টিপস লাগে তাহলে এই ভিডিওটা দেখবেন।
আশা করি নতুনরা এই ভিডিও দেখে তাদের চ্যানেল সুন্দরভাবে সাজাতে পারবে।চ্যানেলটি আগের চেয়ে অনেক গ্রো-আপ করতে পারবেন।ফলে ভিউ এবং সাবস্ক্রাইব উভয় বাড়বে।
আসলে Youtube সবারই লক্ষ্যই থাকে টাকা ইনকাম করার সেটা করতে গিয়ে কেউ কপিরাইট কন্টেন নিয়ে কাজ করে।এই কাজটি আপনারা যারা নতুন তারা করবেন না। নিজের ভিডিও খারাপ হক ভালো হক সেটা নিয়েই কাজ করবেন।প্রথমেই নজর রাখবেন যেনো আমার চ্যানেলটি সবার কাছে পরিচিত হক।প্রথমেই ইনকাম এর চিন্তা করলে আপনি ধৈর্য্য হারায় ফেলবেন।চ্যানেল পপুলার হলে এমনেই ইনকাম বেড়ে যাবে। আর একটা কথা নতুন যারা তাদের চ্যানেলে মোট ১০ হাজার ভিউ না হওয়া পর্যন্ত ইনকাম হবে না। তাই ধৈর্য্য ধরে ১০ হাজার ভিউ বানালে অবশ্যই ইনকাম করতে পারবেন।ইনকাম করতে হলে যা যা করা লাগবে নিচের ভিডিও দেখলেই পারবেন।
এই ভিডিও টা দেখে শিখতে পারবেন কিভাবে Youtube এর মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
আসলে প্রত্যেক Youtube এর চ্যানেল বাচাতে কপিরাইট কন্টেন ব্যবহার থেকে বিরত থাকা প্রয়োজন। না হয় একদিন দেখলেন আপনার Youtube চ্যানেল সাস্পেন্ড হয়ে গেল এটা আপনি নিশ্চয় চাইবেন না।তাই আপনাদের আমি দেখাবে কিভাবে Google থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন।আসলে যারা স্লাইড শো এর কাজ করেন তারা অনেক অনেক উপকার পাবেন এই ভিডিও থেকে।তো আর কথা না বলে ভিডিও টা শেয়ার করলাম।
আসলেই সবাই Thumbnail কি আশা করি সবাই বুঝেন।যারা না বুঝেন তাদের বলি প্রত্যেক Youtube Video ওপেন করার আগে যে পিকচার টা আপনারা দেখেন।যে পিকচার দেখে আপনার ভিডিও ওপেন করেন সেটায় Thumbnail।এখন কথা হল এটাকে কিভাবে আরো সুন্দর করে ভিউয়ারদের আকর্ষন বাড়ানো যায়।বলা হয়ে থাকে অর্ধেক ভিউ বাড়ে Thumbnail দেখে তাই সুন্দর একটা Thumbnai খুব প্রয়োজন।আমি তাই Thumbnail বানানোর একটা ভিডিও দিব এটা দেখে নিন।তবে বলে রাখি এটা তৈরি করতে আমি Adobe Photoshop ব্যবহার করেছি পিসির মাধ্যমে।
১০০ সাবস্ক্রাইব হলে আপনি Custom Url সেট করতে পারবেন।কাস্টম Url হচ্ছে আপনার Youtube channel যে লিংক থাকে তা youtube.com/channel/UC5_2AYf3l1VQxFw3HxT1c9A এরকম একটা এটাকে কিভাবে youtube.com/yourname বা উদাহরন হিসেবে আমার চ্যানেল লিংক Youtube.com/Pagebd24 এরকম করতে পারবেন।আসলে নতুন অবস্থায় যে লিংকটা থাকে সেটা মনে রাখা সম্ভব নই।তাই কেউ আপনার লিংক চাইলেও দিতে পারবেন না।এজন্য মনে রাখার জন্য Custom Link করতে হয়।আসুন দেখি কিভাবে কাষ্টম লিংক করতে হয়
এতখন শুধু চ্যানেল Make করে গেলাম।এখন হল সমস্যার সমাধান। এজন্য আপনাকে একটা মেইল পাঠাতে হবে অফিসিয়ালদের।মেইলটা হল
(Dear Sir,
Monetisation on my account has been disabled,please look over my Monetisation problem and please re-enable my Monetisation settings.
Thank You.)
কিভাবে এই মেইল পাঠাবেন তা নিচের ভিডিও দেখেন। এই সমস্যাইয় আপনি পড়তে পারেন তাই এখন দেখতে মন না চাইলেও দেখে নিতে পারেন পরে হেল্প হবে সমস্যায় পড়লে।
এরকম আরও সুপার টিপস পেতে আমার YouTube Channel টি সাবস্ক্রাইব করুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন ভালো কিছু পেতে
আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ। একসাথে অনেক কিছু পেলাম