আজ আমরা শিখব কিভাবে ফ্রি ডোমেইনের সাথে ফ্রি হোস্টিং এড বা কানেক্ট বা হোস্ট করতে। হোস্টিং এর সাথে ডোমেইন কানেক্ট না করা পর্যন্ত তার কোন মুল্য নেই। আমরা হোস্টিং এ ডোমেইন এড না করা পর্যন্ত কোন ওয়ার্ডপ্রেস, জুমলা এগুলো ইন্সস্টল দিতে পারবোনা।
অর্থাৎ আমরা আমাদের নিজেদের মনের মত ওয়েবসাইট বানাতে পারবো না। যাদের ফ্রি ডোমেইন বা কেনা ডোমেইন আছে তারা এখুনি ফ্রি হোস্টিং নিয়ে নিন ehsot.usa.cc থেকে। ওয়েব সাইটটিতে যেতে ক্লক করেন>> ঈহোস্ট। আমাদের অনেকে ফ্রি ডোমেইন এবং ফ্রি
হোস্টিং কিভাবে নিতে হয় তা জানে। কিন্তু সেগুলো কিভাবে কানেক্ট করতে হয় তা হয়ত অনেকের অজানা। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি -
১) প্রথমে আপনার হোস্টিং সিপ্যানেল (কন্ট্রল প্যানেল) এ লগিন করুন।
২) সেখান থেকে ডোমেইন প্যানেল থেকে এডঅন ডোমেইনে ক্লিক করুন
৩) এডঅন ডোমেইনে দেখবেন ২টি (অনেক ক্ষেত্রে ৪টা হতে পারে) নেমসার্ভারের ঠিকানা আছে। এগুলো কপি করেন।
৪) Freenom বা আপনি যেখান থেকে ডোমেইন নিয়েছেন সেখানে লগিন করেন। তারপর আপনার ডোমেইন মেনেজমেন্ট বা সেটিংস এ যান (যে ডোমেইনটা আপনি ফ্রি হোস্টিং সাইটে কানেক্ট করতে চান)
৫)তার পর মেনেজমেন্ট টুল থেকে নেমসার্ভারে ক্লিক করেন এবং আপনার কাস্টম নেমসার্ভারে টিক। ডিফল্ট নেমসার্ভার গুলো মুছে ফেলে আপনার নেমসার্ভার ২টো সেখানে এড করেন তারপর সেভ করেন।
৬) এবার হোস্টিং প্যানেলে ফিরে যান।তারপর এডঅন ডোমেইনে গিয়ে (যেখান থেকে আমরা আগে নেমসার্ভারের ঠিকানা নিয়েছিলাম) New domain name এ আপনার কাঙ্খিতে ডোমেইনের ঠিকানা বসান। (your domain.com বা
yourdomain.ml)।
তারপরা এড ডোমেইনে ক্লিক করলে আপনার ডোমেইনটা হোস্টিং এ এড বা কানেন্ট বা হোস্ট হয়ে যাবে।
না বুঝতে পারলে ভিডিওটি দেখতে পারেন। তারপরেও কোন সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেননা। ফ্রি ডোমেইনকে কিভাবে ফ্রি হোস্টিং এর সাথে এড বা কানেক্ট করতে হয়
আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।