এবার রুট করুন Bluestacks software কোন প্রকার ঝামেলা ছাড়াই

আসসালামুআলাইকুম,

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে bluestacks software টি রুট করতে হয়। রুট প্রসেস খুবই সহজ।

bluestacks software টি রুট করতে দুটি জিনিসের প্রয়োজন:

  1. Main software - যা আমার দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারেন। আপাতত এটাই লেটেস্ট ভার্সন। অথবা অফিশিয়াল পেইজ থেকেও ডাউনলোড করতে পারেন।
  2. A rar file - যা আমার দেওয়া লিক থেকে ডাউনলোড করতে হবে। (ডাউনলোডের জন্য লিংক এ প্রবেশ করে ৫ সেকেন্ড অপেক্ষার পর skip ad এ ক্লিক করতে হবে। অতপর সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে।

প্রথমে ডাউনলোড করুন bluestacks software এখান থেকে অথবা নিচের লিংক থেকে এরপর ডাউনলোড করুন rar file টি এখান থেকে অথবা নিচের লিংক থেকে (ফাইলটি সাইজে খুবই ছোট। তাই আশা করি কার্পণ্য করবেন না)।

এখন ধাপসমূহ লক্ষ্য করুন:

  • bluestacks software টি আপনার পিসিতে ইনস্টল করুন।
  • rar file টি আনজিপ করুন। তাহলে দুইটি ফাইল দেখতে পাবেন। একটি apk file এবং অপরটি একটি exe ফাইল।

  • 3. এখন apk file টি bluestacks এ ইনস্টল করুন এবং exe file টি ফাইলটি ওপেন করুন।

  • 4. ক্লিক করুন “patch for superuser X”। তারপর bluestacks এ super user x ওপেন করুন(exe ফাইলটি close করা যাবেনা)
  • 5. এরপর bluestacks থেকে superuser x  এপটি close করুন। একটি স্মাইল আইকন দেখতে পাবেন। তাহলেই বুঝবেন রুট সফলভাবে হয়েছে। রুট চেকার দিয়ে চেক করে দেখতে পারেন যে রুট হয়েছে কিনা।

Download link for blustacks : Download

Download link for the rar file : Download

Level 2

আমি বোরহান ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

Level 0

It worked on my PC.
Thanks..