আসসালামু আলায়কুম। আশা রাখছি আল্লাহর কৃপায় সবাই অনেক ভালোই আছেন। প্রত্যেক বারের মত আজ ও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়েছি।
আশা রাখছি সবার ভালো লাগবে, বিশেষ করে যিনারা ভিডিও এডিট করতে ভালোবাসেন আজকের টিউনে কি নিয়ে আলচোনা হবে সেটা অব্যশয় টাইটেল দেখে বুঝতে কারো বাকি নেই সেটা ভালো করেই জানি।
আর আমরা অনেকেই নিজের একটা ভিডিও ইন্ট্রু বানাতে চাই বিভিন্ন ভিদিওতে বা ইউটিউব এ নিজের ভিদিওতে দেবার জন্য কিন্ত অনেক ঝামেলার জন্য ঠিক করে উঠতে পারি না তাই আজ খুব সহজেই কিভাবে একটা ইন্ট্রু ভিডিও বানিয়ে নিতে পারি সেটি নিয়ে ভিডিও টিউটোরিয়ালে দেখাবো।
নোটঃ ইন্ট্রু তৈরি করতে অব্যশয় Sony vegas pro এর যে কোন ভার্শন ব্যবহার করতে পারেন যেহেতু আমি sony vegas pro দিয়েই দেখিয়েছি। যদি Software টি কালেকশনে না থাকে তবে এবং পুর্বের ভিডিও এডিট এর বিভিন্ন গুরুত্ব পুন্য টিউন পেতে নিচে লিংক দিয়ে দিচ্ছি আমার আরও টীউনের যেটা এখানেই করা হয়েছে এবং ইউটিউবেও পাবেন দেখে নিতে পারেন।
এবং নিয়মিত টেক এবং যে কোন বিষয়ে মজার মজার টিউটোরিয়াল পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যে কোন সমস্যায় আমাকে ফেসবুকে নক দিতে পারেন।
আজকের টিউটোরিয়াল:
এবং sony vegas pro ডাউনলোড করতে এই টিউন দেখুন।
আমাকে ফেসবুকে পেতেঃ Abdul Momin Sibbati
সৌজন্যে:
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।