আসসালামু আলায়কুম,
আশা রাখছি সবাই ভালোই আছেন এবং ভালো থাকবার পাশাপাশি সবাইকে ভালো রাখবার সর্বাত্তোক চেষ্টা করে যাচ্ছেন।
আমরা জানি আমাদের যাদের ভিডিও নিয়ে আগ্রহ ঠিক তারাই এই টিঊন পরছেন বলে আমি মনে করছি এবং ভিডিও এডেটিং সমন্ধে জানাবার অনেক আগ্রহ আছে।
আমরা অনেকেই প্রতিনিয়ত অনেক অনেক ভিডিাো শুট করে থাকি এবং অনেকেই শখের বসেই একটা শর্ট ফিল্ম বানিয়ে নেই বন্ধুদের সাথে নিয়ে, কিন্ত এখানে অনেক প্রতিবন্ধকতা থাকে। যেমন ভিডিও এর সাথে আপনার কাংক্ষিত সেই আওয়াজ যেটা আপনি চাইছেন সেটা পাচ্ছেন না আবার বাহিরের কোলাহল যে গুলো আপনার ভিডিও এর মূল উদ্দেশ্যকে বুঝতে বাধা দিচ্ছে
তাই আমাদের ভিডিওতে ভয়েজ ডাবিং এর প্রয়োজন বা দরকার হয়ে পরে আর আজকেই এই টিউনে ঠিক সেটাই বুঝানোর চেষ্টা করেছি। আর এ ছাড়াও আপনারা কিভাবে সাউন্ড এডিট করে ভিডিও এর সাথে মাচিং করাবেন এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে এ ছাড়াও আপনারা আমাদের আগের প্রকাশিত টিউনে ব্যাসিক বিষয় গুলি শিখে নিতে পারেন।
যে প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে : Sony vegas pro .
নোটঃ sony vegas pro এর প্রকাশিত যে কোন ভার্শন দিয়েই ট্রাই করতে পারেন।
এবং আমাকে ফেসবুকে পেতে : Abdul Momin Sibbati
আজকের ভিডিও টিউনটি এখানে:
যদি software টি সংগ্রহ করতে চান তাহলে এই টিউন টি দেখুন।
আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।