আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি,
আজ আপনাদের জন্য নিয়ে এলাম Hp Laptop এর একটি কমন সমস্যার সমাধান, কেমন হয় যদি আপনার ব্যবহারিত ল্যাপটপ এর ছোট খাট সমস্যার সমাধান নিজেই করে ফেলেন,
Hp laptop ব্যবহার কারি আমাদের দেশে অনেক বেশিই বলতে গেলে, বেশি হওয়ার কথা কারন আমার দেখায় এইচপি খুব ভাল যেমন ধরেন দাম এ ও সস্তা ব্যবহার করে ও মজা সাথে অনেক সুবিধা ইত্যাদি, যদি ও ল্যাপটপ ব্যবহার কারিরা বেশি বাগ সময়ই ল্যাপটপ ব্যবহার করে কিন্তু ডিভিডি রোম ব্যবহার করেনা, যার ফলে ওই ডিভিডি রোম ধুলায় নস্ত হয়ে যায় অথবা কাজ করে তো করে না, আজ এটা নিয়েই টিউটোরিয়াল করেছি, তাহলে চলুন শিখে ফেলি কিভাবে কি করবো।
প্রথমত যদি দেখেন আপনার ডিভিডি রোম কাজ কজরছে না, আপনি কি করবেন, একটা নতুন কিনার চিন্তা ভাবনা করছেন তাই না, আরে ভাই আগে তো নিজে নিজে ঠিক করার চেষ্টা করুন, সিখা ও হোল ঠিক ও হোল, তো যদি দেখেন আপনার ডিভিডি রোম কাজ করছে না, তাহলে ভিডিও টা দেখুন, তারপর কাজে লেগে পরুন, প্রথমত দেখে দেখে খুলে ফেলুন।
যারা নতুন ডিভিডি কিনার আগে নিজে নিজে সারভিচ করে ঠিক করার চেষ্টা করবেন তারা জা করবেন? আপনি প্রথমত ভিডিও টা দেখুন তার পর খুব ভাল করে খেয়াল করে স্ক্রু গুলো খুলুন, আপনি দেখতে পাবেন ল্যাপটপ এর গায়ে খোদাই করে আকা আছে কোন খানে আপনি ডিভিডি রুম এর স্ক্রু আছে, ওই স্ক্রু টা খুলে ডিভিডি রুম বের করুন, এবার আপনি ডিভিডি রুম এর সাটা পোর্ট গুলো ভাল করে একটা পুরন ব্রাশ নিয়ে এর সাথে পরিষ্কার করার লিকুইড দিয়ে পরিষ্কার করুন, যদি আপনার ডিভিডি রুম নরমাল ঝামেলা থাকে তাহলে আশা করি ঠিক হয়ে যাবে,
আর যাদের ডিভিডি রুম পরিষ্কার করার পরে ও কাজ করছে না, তারা নতুন ডিভিডি রোম নেয়ার কথা ভাবছেন অথবা কিনে এনেছেন তাদেরকে আর বলার কিছুই নাই ভিডিও টি দেখেই করে ফেলুন,
ভিডিও দেখুন টিউন এর পাতায়:
আপনাদের যদি কোন কিছু বলার থাকে বা জানার দরকার হয় তাহলে টিউন এর টিউমেন্ট বক্স এ টিউমেন্ট করুন অথবা আমার ফেসবুক পেজএ ইনবক্স করুন, আজ এই পর্যন্তই সবাই ভাল থাকুন, আবার আসবো নতুন কিছু নিয়ে, আল্লাহ হাফেজ।
আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।