বন্ধুরা কেমন আছেন। বসন্ত কাল উদাস মন। সঙ্গীকে কাছে পাওয়ার সময়। যাই হোক বসন্তের কথা আমি বলতে পারবনা- আমি কবি নই। আজ আপনাদের সামনে একেবারে কমন একটি লগো টিউটোরিয়াল দেব। দেখলে খুবই সাধারণ মনে হবে। কিন্তু যে জানেনা তার কাছে এটা তৈরী করা একটু কঠিন।
যারা অভিজ্ঞ তাদের কথা অবশ্য আলাদা। তারা সব কিছুই তৈরী করতে পারে। আজ এমন একটু লগো টিউটোরিয়াল দেব। যেটা তৈরী করা খুবই সহজ- শেখাও খুব সহজ। আবার লগোটি খুবই কর্যকর যে কোন একটি কোম্পানী তে কাজে লাগানো যায়। একটিু মডিফাই করে খুবই সুন্দর ভাবে পরিবেশন করলে অবশ্যই গ্রহনযোগ্য হবে।
যাই হোক লগো তৈরী করুন বিভিন্ন কম্পানীতে আপনার লগো পরিবেশন করুন। দেখবেন কোন না কোন সময় আপনার ডাক পড়েছে। সব চেয়ে বড় কথা লগো যাই হোক একটি লগো তৈরীতে কোন টুলস দিয়ে কি তৈরী করা যায় সেটা শিখা যায়। যাই হোক আর কথা নই। নিচে টিটোরিয়লের লিংক দেওয়া হলো দেখলে অবশ্যই কিছু শিখবেন।
ভিডিও টি এখানে দেখুন
আর যদি মনে করেন কিছু শিখতে পারলেন তাহলে আমার চ্যানেল SHAHIN BOSS এ গিয়ে SUBSCRIBE করবেন, SHARE করবেন, LIKE করবেন। ধন্যবাদ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN