প্রিয় টেকটিউনস ভিউয়ার্স আমরা কমবেশি সবাই একটি বিষয়ে অবগত যে, এই ডিজিটাল কর্ম ব্যস্ততার যুগে ই-মেইল আমাদের জন্য অপরিহার্য ভুমিকা পালন করে। সেজন্য আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রতিদিনের অফিসিয়াল/আন-অফিসিয়াল বিভিন্ন কাজের জন্য যে মেইল এড্রেস আমরা ব্যবহার করি সেই ই-মেইল-এ ফোল্ডার,লেভেল,ফিল্টার তৈরি করার বিষয়ের উপর একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে।
প্রিয় ভিউয়ার্স আমি প্রতিবারই চেস্টা করি আপনাদের সামনে কিছু ভালোমানের টিউন উপস্থাপনা করতে।আশা করি আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না। এখানে ক্লিক করে আপনারা আমার পুর্ব প্রকাশিত টিউনগুলো দেখে নিতে পারেন। আশা করি আমার পুর্বপ্রকাশিত টিউনগুলোও আপনাদের অনেক উপকারে আসবে।
আমার আজকের টিউটোরিয়াল-এ যা কিছু থাকছেঃ
টিউটোরিয়াল বিষয়ক কিছু টিউমেন্ট এবং সমাধান নিয়ে কিছু কথা যা না বললেই নয়ঃ
ইমেইল-এ ফোল্ডার,লেভেল,ফিল্টার করার সুবিধা কি?
অনেক সময় দেখা যায় ই-মেইল এ থাকা শত শত মেইল থেকে কাঙ্ক্ষিত ইমেইলটি খুজে পেতে আমরা মেইল-এর সার্চ বারে (যেই মেইল খুজছি) তার সাবজেক্ট বা মেইল এড্রেস লিখে সার্চ করি। এক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সময় কাঙ্ক্ষিত ইমেইলটি ব্রাউজার পেজ-এর অনেক ডাউন-এ থাকায় আমরা বিরক্ত হয়ে যাই কিন্তু মেইল খুজে পাই না। এ সমস্যা দূর করতে আমরা আমাদের মেইল-এ লেভেল,ফোল্ডার তৈরি করে আমাদের দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ ইমেইল-গুলিকে ফিল্টার করে রাখলে অনেক উপকৃত হব। আর সার্চ করে মেইল না পাওয়ার হয়রানি থেকেও নিস্তার পাব চিরজীবনের জন্য। ফিল্টার করাতে আমাদের মেইলগুলি আমাদের ই-মেইল এর প্রাইমারি ইনবক্স বা স্পাম ফোল্ডার-এ ইম্পোর্ট না হয়ে আমাদের তৈরি করা নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে জমা হবে। তাতে করে আমরা যেকোনো দরকারি মেইল এড্রেস-এর মেইলগুলি কন্ট্রোল করতে পারব নিজের ইচ্ছামত (নিজস্ব অভিমত)।
তো ভিউয়ার্স আপনারা জানলেন ই-মেইল এ ফোল্ডার/লেভেল/ফিল্টার ব্যবহার করার সুবিধা।
ই-মেইল এ ফোল্ডার/লেভেল/ফিল্টার তৈরি করে তা ব্যবহার করার টিউটোরিয়াল দেখুন
সবশেষে যা বলব তা হচ্ছেঃ আমার এই টিউন এক্সপার্ট ভাইদের জন্য না। আমার এই টিউন-এ অনেক ভুল্ভ্রান্তি থাকতে পারে যা কিনা আপনাদের বুঝতে অনেক সমস্যা করতে পারে। সেক্ষেত্রে সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই আমার ভুলগুলিকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।আমার টিউন বিষয়ে যেকোনো টিউমেন্ট থাকলে তার জন্য সবাই আমাকে টিউমেন্টস করবেন। এতে করে আমি আগামীতে আরো ভালো টিউন উপস্থাপনা করতে পারব।
আজ এ পর্যন্তই সবাইকে আবারোও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ্-হাফেজ।
আমি আমিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
দরকারি পোস্ট বস 🙂 🙂 অনেক উপকার হবে।