What is MBR Partition in BIOS (MBR পার্টিশন কি?)?

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আজ আমি BIOS এর একটি feature নিয়ে টিউটোরিয়াল বানালাম। আমি এখানে আলোচনা করেছি  MBR কি,কেনো ব্যবহার করি,এটা কেন লাগে এসব নিয়ে। বায়োস থেকে একটা কম্পিউটার কিভাবে রান করে। বুট লোডার কি। কেন MBR করাপ্ট হয়। একটা হার্ড ডিস্ক এর কোন অংশ কে সেক্টর, ট্র্যাক, ক্লাস্টার বলে।

MBR এ কয়টা প্রাইমারি, কয়টা এক্সটেন্ডেড পার্টিশন থাকতে পারবে। কি জন্য আমরা GPT পার্টিশন ব্যবহার করছি এসব নিয়ে। টেক নিয়ে যারা কাজ করতে পছন্দ করে তাদের আশা করি আমার টিউটোরিয়াল অনেক ভালো লাগবে।আর কোন প্রব্লেম বা জিজ্ঞাসা থাকলে আমি ইনশাল্লাহ আছি। লিঙ্ক টি দিলাম

MBR এমন কিছু রেকর্ড রাখে যার সাহায্যে পিসি তে যে অপারেটিং সিস্টেম ইন্সটল হয়েছে সেটা বুট করে। এটা অপারেটিং সিস্টেম কোন ধরনের কোথা থেকে বুট করবে এই সম্পর্কিত information MBR এ থাকে। বাকিটুকু জানতে আমার টিউটোরিয়াল টি দেখুন।

আর কথা না বাড়াই।আর মতামত জানাবেন। আপনাদের মতামত ই আমার কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাজেশন দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃখালেদ মোশাররফ মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I like to share tech things with people. I don't know anything so i am student here. Also whatever i know ,want to share with you guys. Best of luck.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub dorkari video vai

ধন্যবাদ ফরহাদ ভাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।আমি ইনশাল্লাহ টেক ভিডিও আরো দিব।সাথে থাকবেন

unbearable background music

ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য কথা গুলো বুঝতে সমস্যা হচ্ছে। আশাকরি নেক্সট ভিডিতে বিষয়টার দিকে নজর রাখবেন।