সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি
বাইরে থেকে এসে বাসায় ঢুকতে গিয়ে দেখলেন তালার চাবিটা নাই, কিম্বা বাসায় ঢুকার চাবিটা হারিয়ে গেছে, কিম্বা চাবিটা কোথায় রেখেছেন খুজে পাচ্ছেন না, কিম্বা কোন কারনে দরকারি চাবিটা আপনার কাছে নেই কি করবেন? আপাতত কাজ চালানোর জন্য অন্তত তালাটা খুলতে হবে।তাহলে টিউনটি আপনার জন্যই! আপনি অতি সহজেই একটু চেষ্টা করে তালাটা খুলে ফেলতে পারবেন!! অবাক লাগছে??
চলুন শুরো করা যাক...
প্রথমে জেনে নেই কি কি লাগবেঃ
১. পাতলা প্লেইন টিন
২. একটি কাঁচি
৩. একটি প্লাস
৪. পেনসিল
৫. স্কেল
কার্য পদ্ধতিঃ
স্কেল বসিয়ে পেনছিল দিয়ে টিনটির উপর দাগ কাটুন(ভিডিওতে দেখে নিন)। তারপর দাগ অনুযায় কাচি দিয়ে টিনটি কেটে তিন রাস্তার মোড় এর মত করুন। প্লাস দিয়ে একটি দিক গোল করে নিন(তালার মাপ অনুযায়)। বাকি দুটি বাহু বাকিয়ে এক দিকে নিয়ে আসুন। হয়ে গেল আপনার টুল কিট!
এবার তালার বাম পাশের হোলে টুল কিটটি ডুকান। লক্ষ রাখবেন যাতে বাকানে বাহুগুলো ভিতরের দিকে থাকে, না হলে ডুকবে না। এবার বাহু দুটি ধরে টেনে বাইরের দিকে আনুন। খুলে গেলো তালা! অবাক লাগছে তাই না? তাহলে নিচের ভিডিওটি দেখুন। ভিডিওতে আরো একটি ট্রিক দেখানো হয়েছে যার মাধ্যমে আপনি যেকোন চাবি নকল করতে পারবেন!!
ভিডিও দেখুনঃ
ভিডিও টি দেখলে এবং কিছুক্ষন প্রেকটিস করলে তালা খোলা আপনার কাছে কোন ব্যাপারই না।
বিঃদ্রঃ কোন কোন তালায় দুই হোলেই দুটি টুলকিট ডুকাতে হয়।
সব কিছুরই ভাল মন্দ দিক আছে, মন্দ দিকে না যাওয়ার অনুরোধ রইল...
খোদা হাফেজ।
আমি ইকরাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ক্ষুদ্র তাই পৃথিবীর ভুলগুলো দেখতে পাই না!
vai eida ki dekhailen….. 😮
emon dangerous tune na korai better …