HSC আইসিটি বাংলা ভিডিও টিউটোরিয়াল(পার্ট ১)

আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আজ আমি এইচ এস সি স্টুডেন্ট দের জন্য একটি সু খবর নিয়ে এসেছি।আর তা হচ্ছে আইসিটি নিয়ে ভিতি বা অনীহা। আমি টেকটিউন এর সকল সদস্য দের কাছে অনুরধ করব এই ম্যাসেজ টা সবার কাছে পৌঁছে দেয়ার জন্য। আপনাদের ছোট ভাই বোনরা আশাকরি শিখতে পারবে।আমি আস্তে আস্তে সব টিউটোরিয়াল আপলোড করব। প্রথমেই শিক্ষার্থীদের বলে নি যে তুমি যদি টেকনোলজি বুঝতে চাও তো আইটি বেসিক থাকতেই হবে।আর যদি এটা নিয়ে অনার্স করতে চাও বা আরো বড় কিছু চাও তাহলে তো মাস্ট জানতেই হবে। তখন বুঝবা যে অই সব বিষয়ের কাছে এই আইসিটি কিছুই না :-)। আর আমি খুব সুন্দর করে বুঝানোর চেষ্টা করেছি। আশা করি ভয় তো দূরে থাক আরো জানার আগ্রহ বারবে।আর সমস্যা হলে তো আমি আছি ইনশাল্লাহ। লেকচার১ এ আমি সংখ্যা পদ্ধতি কি,কাকে বলে,কত প্রকার এবং প্রত্যেক প্রকারের ব্যাখ্যা দিয়েছি। প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা দেখিয়েছি এবং এর সাথে আমাদের পদ্ধতির কি ভিন্নতা দেখিয়েছি।এক কথায় আপনি দেখলে মজা পাবেন এবং আইটি ভালো লাগতে শুরু করবে।আর জব মার্কেটে আইটি র কথা আর নাই ই বল্লাম।আমি অনুরোধ করব দেখার জন্য।লিঙ্কটি দিলাম

এই চিত্রটি আমি ভিডিও তে আলোচনা করেছি। আর কথা না বাড়াই।আর মতামত জানাবেন। আপনাদের

ডেসিমেল থেকে বাইনারীতে রুপান্তর

মতামত ই আমার কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে। যেকোন সমস্যা বা প্রশ্ন থাকলে টিউমেন্টে লিখবেন, আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা টিউমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাজেশন দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন, আল্লাহ হাফেজ।

সৌজন্যে :
Md. Khaled Mosharrof IT Village

Level 0

আমি মোঃখালেদ মোশাররফ মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I like to share tech things with people. I don't know anything so i am student here. Also whatever i know ,want to share with you guys. Best of luck.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস