ও বন্ধুরা কেমন আছেন আবারও হাজির হলাম আপনাদের দরবারে। যথারীতি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। এার আপনাদের জন্য গোলাকৃতি দিয়ে একটি তৃতীয় ছায়া বা শেড লগো তৈরী করেছি। দেখেন আপনাদের ভালো লাগেগ কি না। আসলে ভালো লাগা কথাটা এখানে বলা ঠিক না। আপনারা নতুন কিছু শিখতে পারেন কিনা। কারণ অনেকে আছেন বিভিন্ন সাইট থেকে শুধু লগো ডিজাইন করে মাসে অনেক অনেক ডলার আয় করছেন। কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি এই লগো টা দেখা মাত্র তৈরী করতে পারব যদি পাশে একজন শিক্ষক না থাকে অথবা কিভাবে তৈরি করা হয়েছে তা যদি আপনি না দেখে থাকেন। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে আমি কিভাবে লগো তৈরী করে থাকি সেটার একটা রেকর্ড সাথে সাথে যদি অন্যের কিছুটা হলেও উপকার হয়। কথঅ গুলো এ জন্য বলছি আমার চোখে দেখা কয়েকজন আছে যারা একটি লগো নিজের আইডিয়া থেকে তৈরী করতে পারেনা অথচ ৯৯ডিজাইনের মাধ্যমে তারা অনেক ডলার আয় করছে। তাদের দেখা দেখি অনেকে চেষ্টা করে কিন্তু পিছিয়ে আসে। আমিও কিছু কাজ করেছি ওডেস্ক বা আপওয়ার্ক এ ৯৯ ডিজাইন এ। কয়েক বছর হলো বিরতি দিয়েছি আবারো শুরু করার ইচ্ছা আছে। বর্তমানে ইউটিউবে আপলোড নিয়ে আর ব্যক্তিগত কাজ নিয়ে ব্যাস্ত আছি। আসলে আমাদের দেশের ছেলে বা মেয়েরা আউটসোর্সিং করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে পারে যদি তারা ইচ্ছা করে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যেখানে দেখবেন একজন কিছু জানে তার সাথে সেটা নেওয়ার চেষ্টা করবেন। নিজেকে ওস্তাদ জাহির করলে অনেক কিছু থেকে বঞ্চিত থাকতে পারেন। যাই হোক আমি আমার কাজ করে যাব যত দিন টেকটিউন আমাকে এখানে টিউন করতে নিষেধ না করবে।
আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN