ইনফিনিটি গোল্ড (INFINITY GOLD) লগো ডিজাইন টিউটোরিয়াল। ভিডিও সহ দেখে নিন। খুবই সহজ।

প্রিয় বন্ধুরা আবার আপনাদের সামনে বান্দা হাজির নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আর আগের গুলো কেমন হয়েছে। তা কেউ জানান নাই। যাই হোক যা পেরেছি তা দিয়েছি আর যতটুকু জানা আছে সবেই দেওয়ার চেষ্টা করব। আসলে প্রতিনিয়ত অনেক কম্পানী  সৃষ্টি হচ্ছে যাদের ব্র্যান্ড দরকার হয়। আর এ ব্র্যান্ডের জন্য তাদের একটি একটি পরিচিতি প্রয়োজন। এর জন্য তাদের একটি নামও প্রয়োজন হয়। ঐ কম্পানী তাদের কর্মকান্ড নামের মধ্যে সকলের সামনে তুলে ধরার চেষ্টা করে। তাই তাদের একটি লগো বা মার্ক বা চিণ্হ অথবা যাকে বলে ট্রেড মার্ক। যা সেই কম্পানীর পরিচয় বহন করে। এজন্য প্রতিদিন শত শত কম্পানীর কর্তা ব্যক্তিরা হাজির হন ৯৯ ডিজাইন, ডিজাইন ক্রাউয়ার্ড, ডিজাইন কন্টেস্ট আরো আছে আপওয়ার্ক আগে ওডেস্ক নামে পরিচিত ছিল, ফ্রিল্যান্সার প্রভৃতি। উল্লেখিত ওয়েবসাইট আবার আপনার আমার মতো ডিজাইনারের কাছ থেকে তাদের নিজ পন্থায় লগো ডিজাইন করার প্রস্তাব দেয়। ওখানে ডিজাইন সাবমিট করার পর যেটা তাদের প্রয়োজন মনে করে সেটা তারা এটি নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে ক্রয় করে নেয়। তাই আমরা বা আপনারা যারা ডিজাইন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন বা করতে চান তাদের জন্য আমার এ টিউটোরিয়াল। যারা জানেন তাদের জন্য আমার টিউটোরিয়াল দেখার প্রয়োজন নেয়্ আর যারা জানেন না কিন্তু ডিজাইন করে টাকা উপার্জন করতে চান তারা আমার এই ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। কিছুটা হলেও উপকার হবে। তাহলে নিচে লিংক দেওয়া হলো দেখে নিয়েন


<p style="text-align: center;
ভিডিও টি এখানে দেখুন

Level 3

আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস