ক্যামটেসিয়া ৯ এর কালো ডিসপ্লে এর সমস্যা এর সমাধান নিয়ে নিন একদম সহজ ভাবে

''সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে"

প্রিয় টেকটিউনস এবং প্রিয় বন্ধুরা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ও দোয়া করি আল্লাহ্‌ সবাইকে ভালো রাখুক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ক্যামটেসিয়া ৯ এর কাল ডিসপ্লে এর সমস্যা এর সমাধান। এইটার জন্য অনেকে হয়ত কাজ করতে পারছেন না বা অনেকে অনেক সমস্যা তে পরছেন তাই না ? আমি দিচ্ছি সমাধান ইনশাআল্লাহ্‌ আর সমস্যা হবে না। ত চলুন কথা না বাড়িয়ে দেখি কি ভাবে সহজে এই সমস্যার সমাধান করা জায় প্রথমে আপনার ক্যামটেসিয়া ৯ ওপেন করুন

এর পর Edit থেকে Preferences এ জান এর পর নিচের মত একটা বক্স ওপেন হবে

এর পর Advance থেকে check for Update er 2ta Tick উঠিয়ে দিন এর পর Hardware Acceleration এ একদম নিচের Option Use Software -only mode সিলেক্ট করে OK করে দিন। এই বার ক্যামটেসিয়া ৯  সফটওয়্যার টা ক্লোজ করে দিন এর পর আবার ওপেন করুন আসা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই এর পর হয় ত নতুন কোন সমস্যার সমাধান বা নতুন কিছু নিয়ে হাজির হবো। তত দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক অনেক বেসি। আল্লাহ সবার মঙ্গল করুক আমিন এবং আল্লাহ্‌ হাফিজ

আমাকে পাবেন ফেসবুক এ

আমার স্কাইপি :- dhrubo.taraa

আমার ফেসবুক পেজ

Level 2

আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস