বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন আমিও ভালো আছি। আমার কাচা হাতে আবারো একটি টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন হলো জানাবেন। মূলোত আমি খুব একটা অভিজ্ঞ নই তার পরও টিউটোরিয়াল দিয়ে থাকি। কারণ টেকটিউন এমন একটি জায়গা যেখানে বড় বড় জ্ঞানীদের বিচরণ। আমি আমার ভুল গুলো শুধরাতে পারব বলেই এখানে আমার টিউন করা। জানি অনেক ভুল আমার হয়। যদি কেউ পরামর্ দেন তাহলে আমার অনেক উপকার হবে। আর আমার পক্ষ থেকে টিউটোরিয়াল টিউন করার উদ্দেশ্যে হলো্ লগো তৈরি করতে গেলে অনেক টুলস এর ব্যবহার হয়ে থাকে। কোন টুলস এ কী কাজ করা হয় সে ধারণা আপনাদের সামনে তুলে ধরা। অনেকে আছেন যারা ডিজাইন করে আউটসোর্সিং করতে চান। এদের মধ্যে।নেকে আছেন কোন টুলস দিয়ে কিভাবে কোন কাজ করা হয়্। এটাই মুলোত আমার উদ্দেশ্য। তাই আজ আপনাদের সামনে আরো একটি নতুন টিউটোরিয়াল দেওয়া হলো যার নাম দিয়েছি ভার্চুয়াল সিস্টেম (vertual System)। নিচে ভিডিও টি দেওয়া হলো দেখে নিন।
আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN