কেমন আছেন বন্ধুরা, আশা করি ভালো আছেন। আগেই বলেছি আমার ভাঁড়ে যা আছে তা আপনাদের সামনে তুলে ধরব। তাই আজ আবারো আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি টিউটরিয়াল নিয়ে। যারা ইলেস্ট্রেটর ভালো বুঝেন তাদের কাছে হয়তো খেলনা মনে হতে পারে। যারা নতুন তাদের অন্তত যাদুর মত মনে হবে আবার কিছু জ্ঞান বাড়বে।
এ জন্য এটার নাম দিয়েছি “ম্যাজিক বক্স” আশা করি এটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অন্তত একটু টিউমেন্ট দিয়েন আর না লাগলে কেমন হলে আরো ভালো হবে সে পরামর্শ দেবেন এতে করে আমার অন্তত শিখা হবে। আসলে টেকটিউন একটি সোস্যাল ফোরাম যেখানে বেশির ভাগ সদস্যই অত্যান্ত এক্সপার্ট। এখানে কোন কিছু টিউন করা অবশ্যই সাহসের বিষয়
। গ্রহন যোগ্য না হলে সমালোচনার ঝড়ে টিকে থাকা মুশকিল হয়। যাই হোক আর কথা বাড়াবো না এবার আপনাদের সামনে হাজির করলাম আমার আরো একটি টিউটোরিয়াল নিয়ে আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। নিচে ভিডিও দেওয়া আছে দেখে নিন, আল্লাহ হাফেজ
আমি প্রোফাইল প্রোফাইল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
PULAUWIN PULAU777 PULAU777 PULAU777 PULAU777 PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAUWIN PULAU777 PULAUWIN PULAU777 PULAUWIN
আমি দিন দিন আপনার ফ্যান হয়ে যাচ্ছি। চালিয়ে যান।