পিটিসি সাইট সম্পর্কে আমরা প্রায় সবাই জানি।হাজার হাজার পিটিসি সাইট আছে অনলাইনে।তবে তার মাঝে কতগুলো আসলেও পে করে? হুম বেশ ভাবার বিষয়।যেগুলো পে করে তার মাঝে একটি উল্ল্যেখ যোগ্য হলো অনবাক্স।অনলাইনে আসা মাত্র সাইট টি প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।এবার চলুন দেখে নিই কিভাবে রেজিস্টার করে কাজ করবেন সাইট টি তে:
প্রথমে এই লিংকে যান,
এবার নিচের চিত্রের মত রেজিস্টার এ ক্লিক করুন
এবার যে পেইজ আসবে সেখানে সঠিক তথ্য দিয়ে রেজিস্টার করুন।রেজিস্টার শেষ হলে আপনার ইমেইন ভেরিফাইন করুন।তারপর লগিন করুন।
লগিন করার পর, দেখবেন ভিউ এডস (View Ads) নামের একটি অপশন আছে
এবার বিভিনণ রকমের এড দেখতে পাবেন।আমার প্রথমটি দেখা হয়ে গেছে তাই দ্বিতীয় এড টি দেখছি 😉
ক্লিক করলাম।এবার একটি নীল বাটন আসবে সেটিতে ক্লিক করুন
এবার নতুন একটি ট্যাব অপেন হবে।সেটাতে এড টা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে
লোডিং শেষ হলেই কাজ শেষ।তারপর তাদের ক্যাপচা কাজ করলেই আয় শুরু হবে 🙂
এবং
অনেক কষ্ট করে করেছি টিউন কেউ আবার বইলেন না:
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
rafsan ভাই আপনি একটু ভাল করে দেখুন । onbux তাদের কোন মালিকানা document দেয় নায়। This web site does not supply ownership information.Please check – SSL Server Certificate
so এটা আপনার সাথে প্রতারণা করতে পারে ।
কিন্তু Neobux তাদের মালিকানা document আছে NEODEV, LDA ,SecureTrust Corporation ,Please check- SSL Server Certificate from Neobux. সুতরাং Neobux এ ১০০% কাজ নিশ্চিত ভাবে করা যায়। বিস্তারিত জানতে এটা দেখুন https://www.techtunes.io/internet/tune-id/46818/