শুরুতেই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। 😀 আর হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়। 🙂
IDE FOR ANDROID JAVA C++ (Programmer RaseL) |
আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি ৫ম টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি বা দ্বিতীয় টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।
তো আজ আমি নতুন কোন অ্যাপ develop করবো নাহ, তবে আমাদের পূর্বের projecter অ্যাপটি আমরা use করে নতুন কিছু বিষয় শিখবো, তাহলোঃ
আজকের application এর কিছু গুরুত্ব পূর্ণ ScreenShot দেখে নিনঃ
আমি Programmer Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন বুদ্ধিমান এই পৃথিবীতে অতি সাধারন ভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখি। তা ছাড়াও আমি ভালোবাসি প্রযুক্তিকে। যদিও খুব বেশি কিছু জানিনা। তবুও যা জানি তাই সবার সাথে শেয়ার করতে চাই। এই লক্ষ্য থেকেই আমার পথ চলা...
Aide এ onclick exit কিভাবে বন্ধ করব সে বিষয়ে একটা টিউন/ ভিডিও দেন।