আসসালামু আলাইকুম সবাইকে শেষ রাত্রির শুভেচ্ছা। কেমন আছেন আশা ও দোয়া করি মহান আল্লাহ্ এর রহমতে ভাল আছেন।
আজকে আসলে আমি কিছু প্রশ্ন এর উত্তর নিয়ে টিউন করবো কারন অনেক ভাই আমার কাছে প্রশ্ন করেছে কি ভাবে কি করবে এবং ইউটিউব, টিশার্ট ডিজাইন করে আরনিং এর ভবিষ্যৎ কি এবং এইটা পেশা হিসাবে নেয়া যায় কিনা ? আরও অনেক কিছু চেষ্টা করবো আমার সল্প যানা কিছু জানাতে।
প্রথম কি ভাবে সুরু করবো ঃ-
আপনি অনলাইন এ অনেক সোর্স পাবেন ফ্রি ফ্রি সেখার এবং অনেক ফেসবুক গ্রুপ যেখানে আছে অনেক এক্সপার্ট ভাইয়া রা তাদের থেকে সাহায্য নিতে পারেন। এ ছাড়া ইউটিউব এ আছে সব কিছু সমস্যা হল না বুঝলে কাউকে প্রশ্ন করবার মত নেই কেউ আর এতে করে অনেকেরি সেখা হয় না। এর জন্য আপনি কাউকে খুজে বের করেন যে আপনাকে সাহায্য করতে পারবে। আর একটা কথা বলি দয়া করে একদম ফ্রি ফ্রি সেখার মন মানুসিকতা পরিত্যাগ করুন। ভাই রে ফাউ কাজে টাকা খরচ করছেন একটা ভাল কাজের জন্য কিছু খরচ করতে পারবেন না ? তাই কাউকে খুজে বের করে কাজ সেখা সুরু করে দেন।
ইউটিউব এর ভবিষ্যৎ কি এবং এইখান থেকে কি আয় করা সম্ভব ??
যদি ইউটিউব এর ভবিষ্যৎ এর কথা বলতে যাই তাহলে সুধু ছোট একটা উধারন দেই। ওই দিন একটা রিপোর্ট দেখলাম যেই রিপোর্ট এ দেয়া ছিল যে বর্তমানে বড় বড় কম্পানি গুলা তাদের ডিজিটাল মার্কেটিং এর ৫০-৬০% টাকার বাজেড রাখে ইউটিউব এর অ্যাড এর জন্য। তাহলে চিন্তা করুন সামনে কি হবে।
এবার আসি ইউটিউব থেকে কি সত্যি আয় করা সম্ভব আসলে নিজে না করলে অনেক কিছুই বিশ্বাস করা যায় না। তবে অনলাইন কিন্তু হাজারো প্রমান পাবেন আমি কয়েকটা দিচ্ছি আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন দয়া করে।
ইউটিউব এর ১ নং যে আছে
নাম ঃ- Felix Arvid Ulf Kjellberg
চ্যানেল এর নাম ঃ- PewDiePie
বছরে ইনকাম এর পরিমান ঃ- $12m ১২ মিলিওন ডলার মানে ১ কোটি ২০ লাখ ডলার
বাংলায় আর টাকার পরিমান না লিখলাম মাথা নষ্ট হয়ে যেতে পারে :p :p :p
২ নং এ যে আছে ঃ-
নাম ঃ- Ian Hecox and Anthony Padilla's
চ্যানেল এর নাম ঃ- Smosh
বছরে ইনকাম ঃ- $8.5m মিলিওন ডলার ৮৫ লাখ ডলার
২য় ২নং এ যে আছেন
নাম ঃ- Benny and Rafi Fine
চ্যানেল এর নাম ঃ- The Fine Bros
বছরে ইনকাম ঃ- $8.5m মিলিওন ডলার ৮৫ লাখ ডলার
এবং ৪ নং এ যে আছেন তিনি একজন মেয়ে
নাম ঃ- Lindsey Stirling
চ্যানেল এর নাম ঃ- Lindsey Stirling
বছরে ইনকাম ঃ- $6m মিলিওন ডলার ৬০ লাখ ডলার
আর না দিলাম সত্যতা যাচাই করতে গুগল মামা ত আছেই
আমি কি নিয়ে কাজ করবো আমার ত ভাল ক্যামেরা নাই ???
বর্তমানে ইউটিউব এ কাজ করতে ক্যামেরা না হলেও চলে। কারন বর্তমানে অনেক কিছু আছে ইউটিউব এ ভিডিও বানিয়ে দেবার জন্য।
আমি সুরু করতে চাইলে কি কি লাগবে ???
সর্ব প্রথম সত্যি কারের ইচ্ছা, কাজ করবার মত জতেস্ট স্বদিচ্ছা এবং আগ্রহ, এর পর একটা কম্পিউটার, ইন্টারনেট লাইন, আর কিছু সফটওয়্যার,
প্রতিদিন কত সময় দেয়া লাগবে চাকরীর পাসাপাসি কি করতে পারব ???
আপনি কত দিনে সফল হতে চান তার উপর নির্ভর করবে আপনি কত সময় দেবেন তবে সারা দিন অন্তত দেয়া লাগবে না বা ৯-৫ টা ৮ ঘণ্টা ও লাগবে না। আর যদিও বা ৮ ঘন্টা দিতে হল ক্ষতি কি ৯-৫ চাকরি করে ১০-২০ হাজার টাকা বেতন পেতেন কিন্তু এইখানে পাবেন ৪০-৮০ হাজার বা এর বেসি।
আমি ইউটিউব এর কিছুই জানি না কম্পিউটার চালাতে পারি আমি কি পারবো ???
হ্যাঁ ১০০% পারবেন আপনি কি ১ম শ্রেণী তে সব পড়া সিখে গিয়েছিলেন না গিয়ে সিখেছেন আস্তে আস্তে ? তাই এইখানেও সম্ভব যদি আপনার প্রবল ইচ্ছা এবং সফল হবার স্বপ্ন থাকে। তবে এর জন্য তাকে খুজে বের করেন যে আপনাকে একদম শূন্য থেকে শেখাতে পারবে।
আমি যদি ইনকাম করি তাহলে আমার টাকা কি করে উঠাব ???
আপনার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ নিয়ে আসতে পারবেন।
কত টাকা হলে আমি টাকা উঠাতে পারবো ???
মিনিমাম ১০০$ হলে আপনি টাকা তুলতে পারবেন।
ইউটিউব আমাদের ফ্রি ফ্রি কেন টাকা দেবে ???
ইউটিউব আমাদের মটেও ফ্রি টাকা দিচ্ছে না অনেক বড় বড় কম্পানি গুগল কে টাকা দিচ্ছে তাদের অ্যাড দেবার জন্য। এখন গুগল ত র কোটি কোটি ওয়েব সাইট আর কোটি কোটি ইউটিউব এর চ্যানেল খুলে বসে নাই তাহলে যারা টাকা দিলো অ্যাড এর জন্য সেই অ্যাড কথায় দেখাবে ? এর জন্য গুগল এর দরকার একটা প্লাটফর্ম যেখানে অ্যাড দেবে অন্নেরা সেই অ্যাড দেখবে এবং গুগল টাকা পাবে। এখন গুগল আমাদের মত আপনাদের মত মানুষ কে সুযোগ দিলো যে হয় ওয়েব সাইট তৈরি করো আমার অ্যাডসেন্স নাও অথবা ইউটিউব চ্যানেল তৈরি করো ভিডিও বানাও এবং অ্যাডসেন্স নাও এবং আমাদের করা ইনকাম এর একটা অংশ তুমি নাও। আশা করি বুঝতে পেরেছেন ইনকাম ফ্রি ফ্রি না
এমন আরও অনেক প্রশ্ন ছিল কিন্তু মনে পরছে না। যাই হোক যারা যারা চিন্তা করছেন যে কাজ করবেন ইউটিউব এ তাদের কে বলব সময় নষ্ট না করে কাজে লেগে জান। আল্লাহ্ এর রহমতে আপনাদের পরিশ্রম এ সফল আপনি হবেন ই।
সবার সুন্দর একটা জিবনের আশায় আজকের টিউন এখানেই ইতি টানছি কারো কোন কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আল্লাহ্ সবার জীবন মঙ্গলময় করুক আমীন সুম্মা আমীন।
আমার স্কাইপি dhrubo.taraa
আমি মোঃ ছাইদুর রাহমান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুবী সাধারণ একজন মানুষ তেমন কিছু জানি না তবে ইচ্ছা যতটুকু জানি সেটা না জানার মাঝে ছড়িয়ে দিতে এবং সবার সাথে শেয়ার করতে আমি দুই টা কথা ভীষণ ভাবে মানি প্রথম ঃ- বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র দ্বিতীয় ঃ- সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর...
অনলাইন ইনকাম করতে চান ফ্রি রেজিঃ করলেই পাচ্ছেন ৩ ইউরো আর প্রতি ক্লিকেতো থাকছেই
http://brainbux.com/?ref=Rashidulislam