আপনি আঁকতে পছন্দ করেন? অঙ্কণ শিখতে চাচ্ছেন? অথবা আপনার বাচ্চা আঁকতে পছন্দ করে? তাকে ড্রয়িং শেখাতে চাচ্ছেন?
আপনাদের জন্য নিয়ে এলাম অঙ্কণ শেখার খুবই সহজ ও স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। যা দেখে একেবারে নতুন যে কেউ শিখতে পারবে ড্রয়িং। এছাড়া যারা গ্রাফিক্স ডিজাইন শিখছেন তাদের জন্যও ফ্রি হ্যান্ড ড্রয়িং খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া স্কুলের শিক্ষার্থীদের জন্য রয়েছে বাধ্যতামূলক সাবজেক্ট "আর্ট অ্যান্ড ক্র্যাফট" এক্ষেত্রে অনেক শিক্ষার্থী অঙ্কণ করতে না পারায় ড্রয়িং এর প্রতি আগ্রহ হারায় ও শেষমেশ বাধ্যতামূলক এই সাবজেক্টটিতে খারাপ ফলাফল করে, যা মোটেই কাম্য নয়। আবার অনেকের ছোটো বাচ্চা ড্রয়িং করতে ও শিখতে খুব পছন্দ করে, কিন্তু বাবা-মায়ের ছোট বেলা থেকে ড্রয়িং প্র্যাক্টিস না থাকায় বাচ্চাদের আবদার মেটাতে পারেন না। এছাড়া ভালো আঁকতে জানলে এই সেক্টরে ক্যারিয়ার গড়ারও সুযোগ রয়েছে, এই যেমন বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, জার্নাল, বইয়ের প্রচ্ছদ, গল্প-উপন্যাস বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় চিত্রশিল্পীর। এছাড়াও বিভিন্ন প্রদর্শনীতে রয়েছে নিজের শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ। যারা ড্রয়িং এ নতুন অর্থাৎ ড্রয়িং এ আগ্রহ রয়েছে, কিন্তু শেখার সুযোগ পাচ্ছেন না তাদের উপযোগী করে আমরা ধারাবাহিকভাবে Drawing Tutorial দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্।
আজকের চতুর্থ পর্বে আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে স্টেপ বাই স্টেপ একটি চমৎকার "মাছ" অঙ্কণ করা যায়।
নিয়মিত অঙ্কণ শেখার টিউটোরিয়াল পেতে লাইক দিন আমাদের "DRAWING TUTORIAL" ফেসবুক পেজে।
আমি আজিজুর রহমান দুলাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 143 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি বৃষ্টির মধ্যে হাঁটতে ভালবাসি, কারণ তখন কেউ বুঝবেনা আমি কাঁদছি।