FL Studio টিউটোরিয়াল [পর্ব-২৩] :: প্রফেশনাল Guitar বাজাবেন যেভাবে। গিটারিস্টদের সুবিধা আছে।

FL Studio টিউটোরিয়াল

অনেকদিন পর আবারও এলাম। আশাকরি ভালো আছেন সবাই। আজকে FL Studio-তে Guitar নিয়ে কিছু কথা বলবো।

বেশিরভাগ লোকেরই অভিযোগ যে FL Studio এত বড় মাপের একটা মিউজিক্যাল প্ল্যাটফর্ম হওয়া সত্ত্বেও এতে ভাল কোনো গিটার নেই। হ্যাঁ কথা সত্য। এখানে শুধু ঝ্যারঝেরি একটা FL Slayer ছাড়া আর তেমন কোনো গিটার নেই। কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। তাই আজ দেখাবো কীভাবে আমরা FL Studio তে প্রফেশনাল গিটার বাজাতে পারি।

এজন্য আমরা যে প্লাগিনটি ব্যবহার করবো সেটির নাম হলো Ample GuitarM II Lite

এটি ফ্রি। তাই আপনারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না।

Download AGML2 here>>>

এবার খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে। সেটি হলো FL Studio যেখানে সেটআপ দিয়েছেন সেই Image-Line ফোল্ডারের ভিতর Plugin ও এর ভেতরের VST নামক ফোল্ডারে সেটি সেটআপ দেবেন। ভিডিও দেখলে বুজতে পারবেন।

Guitar in FL Studio

এরপর ভিডিও দেখে কাজ করতে থাকুন। আর আপনাদের সুবিধার জন্য নিচে আমার তৈরি একটা স্কেল ও কর্ড সহায়ক একটা ফাইল দিয়ে দিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আশা করি।

আর গিটারের ব্যবহার শেখা শেষ হলে সময় করে আমার কম্পোজ করা গানটি দেখতে পারেন। তাহলে গিটারের ব্যবহারটা ভালভাবে বুঝতে পারবেন আশা করি।

Raajkonna by Mamun Mehedee

ভাল থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।

Youtube Channel>> সাবস্ক্রাইব করুন।

Me on Facebook>> ফেইসবুকে আমি।

FL Studio Group>> সাহায্য গ্রুপ।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস