ব্লগস্পট এর জন্য নিউজ টিকেটার বা ব্রেকিং নিউজ উইগেট (সম্পূর্ণ অটোমেটিক)

ব্লগার হল ফ্রী ব্লগিং জগতে অন্যতম । আমার মতে ব্লগার, হল সবচেয়ে সহজসাধ্য এবং পরিবর্তনযোগ্য একমাত্র ব্লগিং প্লাটফর্ম । তাই আমি এখন থেকে আপনাদের ব্লগিং-এর বিভিন্ন সুবিধা যোগ করা সম্পর্ক লিখবো, এতে করে আপনারা ব্লগার-এ ব্লগিং করার অন্যতম আনন্দ, যা অন্য ফ্রী ব্লগিং প্লাটফর্মে পাবেন না।
আজকের টপিক হল নিউজ টিকেটার, যা আমরা ব্রেকিং নিউজ উইগেট হিসাবে চিনি। এটা সম্পূর্ণ অটোমেটিক, অর্থাৎ যখনি আপনি কোনো কিছু পোস্ট কবেন তখনি তা নিজে নিজে ব্রেকিং নিউজ উইগেট-এ পোস্ট হবে পোস্টে লিঙ্ক সহ এবং পোস্টের টাইটেল হবে ব্রেকিং নিউজ উইগেট-এর হেডলাইন । ডেমো দেখতে এখানে ক্লিক করুন
নিচের পদ্ধতি অবলম্বন করে ব্রেকিং নিউজ উইগেট টি আপনার ব্লগারে লাগিয়ে নিন।
১. প্রথমে নিচের কোডটি কপি করুন এবং নোট প্যাডে পেস্ট করুন অথবা এটা টেক্সট ফাইল হিসাবে ডাউনলোড করুন এখান থেকে

<script style="text/javascript" src="http://blogger-jquery-file.googlecode.com/files/buzzbd.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 20; var sBgColor; var nWidth; var nScrollDelay = 175; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="BREAKINGN NEWS»"; </script> <script style="text/javascript" src="http://YOUR_BLOG.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>

২. নোট প্যাডে নিচের পদ্ধতি আনুসারে পরির্তন করুন।
৩. লাল রঙের সংখ্যা টি হল কতগুলো পোস্ট দেখাবে তার সংখ্যা । ১০টি পোস্ট দেখতে চাইলে 20 এর স্থলে 10 লিখুন। মনে রাখবেন ২০টির বেশি পোস্ট ব্রেকিং নিউজ উইগেট এ দেখতে পারবেন না।
৪. সবুজ রঙের সংখ্যা টি হল ব্রেকিং নিউজ উইগেট-এর লেখার গতি। যদি গতি বাড়াতে চান তাহলে 175 এর স্থলে 200 করে দিন আর কমাতে চাইলে 125 করে দিন।
৫. নীল রঙের লেখাটি হল কোন দিকে যাবে। যদি লেখাটি ডান থেকে বামে নিয়ে যেতে চান তাহলে যা আছে তাই থাকবে । আবার যদি লেখাটি বাম থেকে ডানে নিয়ে যেতে চান তাহলে left এর স্থলে right লিখুন।
৬. কমলা রঙের লেখাটি হল ব্রেকিং নিউজ উইগেট এর নামকরন করা। এটা আপনি নিজের যেকোনো লেখ দিয়ে পরিবর্ত্ন করতে পারেন। যেমনঃ BREAKING NEWS» এর যায়গায় লিখতে পারেন HEADLINES:
৭. বেগুণী রঙের লেখাটি হল আপনার ব্লগের ওয়েব এড্রেস । YOUR_BLOG.blogspot.com এর স্থলে আপনার ব্লগের এড্রেস দিয়ে দিন।
৮. এখন আপনার নোট প্যাডে এর লেখা গুলা কপি করুন এবং ব্লগারের সুবিধাজনক স্থানের Add a Gadget ক্লিক করে HTML/JavaScript ওপেন করে পেস্ট করে সেভ করুন।

এখন দেখুন আটো ব্রেকিং নিউজ এর মজা।

ভাল লাগলে কমেন্ট করবেন । সমস্যা হলে আমি ত আছি।

পূর্বে প্রকাশিত - আমার ব্লগে

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Student


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্লগটা দারুন।ভাই আপনার ব্লগের থিম টা কি আমাকে দিতে পারেন…………………………..
ভাল লেগেছিল প্লিজ…………………….
[email protected]

    প্রথমে কোডগুলোর সামনে পিছিনে প্রি ট্যাগ ব্যবহার করে দেখুন তাহলে সরাসরি কোড শো করবে। কোডগুলোতে ভুল আছে অথবা টেক্টিউন্স থেকে কপি করতে সমস্যা হচ্ছে।নোটপ্যাডে কপি করে মিডিয়াফায়ারে আপ্লোড করে দিন না পারলে যেখান থেকে কপি করেছেন সেখানের সরাসরি লিঙ্ক দিন।

    এই থিম টা খুব শিগ্রই দিব টেকিতে। তাই একটু সবুর করুন।

    নিশাচর নাইম, কোড ভুল ছিল। পোস্ট আপডেট করছি। প্রথম থেকে করেন, এবার সফল হবেন।

অনেক চেষ্টা করেও পারলাম না।
একটু চেক করে দেখেন কোথাও কি কোন ভুল আছে কিনা।
এইটা কি?এইখানে কি কিছু লিখতে হবে নাকি?
http://buzzbd.110mb.com/template/buzzbd.js

    জি ভাই, কোড ভুল ছিল, http://buzzbd.110mb.com/template/buzzbd.js এই লিঙ্ক ভুল ছিল, এখন ঠিক করে দিয়েছি। আগেরটা মুছে প্রথম থেকে করেন।

    এইবারো পারিনাই আপনি যদি দয়া করে নোট প্যাডে কোড গুলু আপলোড করে দেন তা হইলে ভাল হয়।

    টেক্সট ফাইল ডাউনলোড লিঙ্কঃ http://www.embedupload.com/?d=8FEBLFIQHG

    শাওন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ,
    আমি অনেকদিন যাবত এই রকম একটা কিছু খুজতেছিলাম যাহা আজ আপনার মাধ্যমে পেলাম।

    ধ্যনবাদ, সফল হইছেন কিনা বললেন না তো?

    বস্‌ সফল হইছি,
    দেখেন এই খানে,
    http://ataurbd.blogspot.com/

ভাই, আমার ওয়েব সাইট এ আমি নিউজ দিয়েছি এরকম কোন কিছু ছাড়াই একবারে নিচে ।ক্লিক করে দেখুন
http://simantoromel.ucoz.com

    ভাই, আপনার কথা কিছুই বুঝি নাই। বুঝিয়ে বলেন…

আন্তরিক ধন্যবাদ কোডটির জন্য।
আমার দুটো ব্লগেই সুন্দরভাবে কাজ করছে।
দেখতে পারেন এখানে > http://biprotip.blogspot.com/
http://loghukontho.blogspot.com/

কোড ভুল ছিল, পোস্ট আপডেট করে দিয়েছি, আগেরটা মুছে প্রথম থেকে করেন, এবার হবে আশা করি।