প্রথমে যে জিনিসটি মনে রাখবেন তা হল কিছু কিছু ক্ষেত্রে পার্টিশন জোড়া দেওয়ার প্রয়োজন নেই।পার্টিশনে যদি গুরুত্বপূর্ণ কিছু না থাকে তা হলে শুধু পার্টিশন ডিলিট করে resize/move করে unallocated space পার্টিশনের সাথে নিয়ে আসতে পারেন।অবশ্যই ডাটা ব্যাকআপ করে কাজ শুরু করবেন।
গত টিউনে আমি দেখিয়ে ছিলাম কিভাবে হার্ডডিস্কের এক পার্টিশন থেকে অন্য পার্টিশনে খালি জায়গা বাড়াবেন?
এখন আমি দেখাব কিভাবে দুটি পার্টিশন জোড়া দিবেন-
১.Acronis Disk Director Suite খুলুন।তারপর যে ড্রাইভ জোড়া দিবেন তাতে রাইট ক্লিক করে merge সিলেক্ট করুন।
আমি এখানে (J:) ড্রাইভকে (G:) এর সাথে জোড়া দিব। এখন যে উইন্ডো আসবে তাতে প্রথমে আপনি যে ড্রাইভ সিলেক্ট করেছিলেন তার সাথে যে ড্রাইভকে জোড়া দিবেন তা সিলেক্ট করুন।
এখন নেক্সট এ ক্লিক করুন।এখন যে উইন্ডো আসবে তাতে আপনি একটি ফোল্ডার তৈরী করুন যাতে প্রথমে আপনি যে ড্রাইভ সিলেক্ট করেছিলেন সেই ড্রাইভ এর ব্যাকআপ ফাইল গুলো সেভ থাকে।
ফোল্ডার বানানো শেষ হলে ওকে করুন।এখন আবার মেইন উইন্ডো খুলবে।সেখানে ফ্লাগ (commit) বাটনে ক্লিক করুন।
এখন proceed এ ক্লিক করলে এতক্ষন যে কাজ করলেন তা পেন্ডিং আছে সেই কাজ শুরু হবে।কাজ শেষ হলে reboot চাবে।reboot বাটনে ক্লিক করে reboot সম্পন্ন করুন।
Rebootএর পর বাকী কাজ শেষ হতে কতক্ষন লাগবে আমি বলতে পারছিনা।তবে আমার পিসিতে ১মিনিটের মত লেগেছিল।কারন আমার ১ম পার্টিশনে কোনো ফাইল ছিল না।তবে আসাকরি ৫-১০মিনিটের মত লাগবে।
পিসি চালু হলে মাই কম্পিউটারে গিয়ে ড্রাইভ চেক করুন দেখবেন দুটি ড্রাইভ মিলে ১টি হয়ে গিয়েছে।
ডাউনলোড
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
দাড়ুন কাজের জিনিস।