ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন [পর্ব-১] :: প্রারম্ভিকা

ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন

  • ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন [পর্ব-১] :: প্রারম্ভিকা

প্রথমেই অফটপিকঃ অনেক অনেক দিন কিচ্ছু লিখি না। মন প্রাণ পুরাই অস্থির। চরমভাবে হতাশায় ডুবে গেছি। আবার লিখা শুরু করতে চাই, তাই আপনাদের সাহায্য একান্তই কাম্য। আশা করি সবাইকেই পাশে পাব। ধন্যবাদ।

এইবার আসি মূল কথায়। আমরা যখন চিন্তা করি ব্লগিং শুরু করব। তখন প্রথম যেটা চিন্তা করি সেটা হল কোন সিএমএস(Content management system) ব্যবহার করব। নিজের ডোমেইনে করব নাকি, অন্য কোন সাবডোমেইনে করব। এরপর যে চিন্তাটা করি সেইটা হল থিম বা টেম্পলেট। শুরু হয় খোজাখুজি। এই ব্যাপারে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। প্রায় দুমাস আগে কোন কিছু  না ভেবেই একটা ডোমেইন আর হোস্টিং কিনে ফেলি। কিনার পরই চিন্তার শুরু। এটা দিয়ে কি করব? সাইট বানাব নাকি ব্লগ? জুমলা দিয়ে বানাব নাকি ওয়ার্ডপ্রেস? ব্লগিং-ই যেহেতু করব, তাই ওয়ার্ডপ্রেস ছাড়া আর কিছুর কথা ভাবা গেল না। শুরু হল থিম খোজাখুজি। টাকা দিয়ে কেনার সামর্থ বা ইচ্ছা কোনটায় ছিল না। তাই  free wordpress theme, free premium(!) wordpress theme লিখে গুগলে রাত-দিন খোজাখুজি চলল। কিন্তু কোন থিমেরই এটা হয় তো ঐটা হয় না, ঐটা হয় তো এটা হয় না। আবার কিছু কিছু থিমের সবকিছু ঠিক থাকলেও দেখা গেল ফুটারে(footer) এ তাঁদের বিজ্ঞাপন। যেটা encrypted। মানে কিছু একটা চেঞ্জ করতে গেলেই, পুরা থিমটাই অকার্যকর হয়ে পড়বে। খুজতে খুজতে...[এখনো খোজা শেষ হয় নাই। সাইটের আর কাজ করবই না সিন্ধান্ত নিয়েছি :p]

যা-ই হোক, এইবার আসি মূল কথায়। আসলে থিম বানানো একেবারেই সহজ। একটু কষ্ট করলেই আপনি চাইলে নিজের থিম নিজেই বানিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে একটা কথা এসে যায়, এত সহজ হলে আমি নিজের থিমটি নিজে বানালাম না কেন? হাজার হোক আমি বাংলাদেশী, তৈরি জিনিস খাওয়ার মজা আমার থেকে ভালো আর কেই বা না জানে। আসলে আমি সবসময়ই Confused। থিম নিজে বানাতে গেলেও সিন্ধান্ত নিতে হয় কেমন থিম বানাব। কিন্তু আমার পক্ষে সেই সিন্ধান্ত নেওয়াও সম্ভব নয়। হা হা। তাই একটা মহাচক্রান্ত করেছি। আপনাদেরকে থিম বানানো শিখিয়ে দিব। এতে যদি কেউ খুশি হয়ে আমার জন্য একটা থিম বানিয়ে দেয় আর কি। 😉

আমি আপনাদেরকে থিম বানানো শিখাতে যাচ্ছি এর মানে এই নয় যে আমি সব শিখে এক মহাগুরু হয়ে গেছি। আসলে আমিও আপনাদের সাথে সাথে শিখব। তাই ভুল ত্রটি হবেই, কোন ভুল পাবার সাথে সাথেই আমাকে ধরিয়ে দিবেন আশা করি। তো শুরু করা যাক...

ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন:

যা যা লাগবেঃ

  • ১. ওয়াম্প(Wamp) বা জ্যাম্প( Xammp)
  • ২. সাধারন PHP, HTML, CSS জ্ঞান
  • ৩. ওয়ার্ডপ্রেস
  • ৪. সৃজনশীলতা (না থাকলেও চলবে, আমার নাই :P)
  • ৫. ধর্য্য 😛

যা যা করতে পারবেনঃ

  • ১. নিজের পেন্সিল স্ক্যাচ থেকে থিম বানাতে পারবেন। 😉
  • ২. প্রোফেশনালি থিম বানিয়ে বিক্রয় করতে পারবেন।
  • ৩. ফ্রীল্যান্সার এ এই ধরনের কাজের মূল্য অনেক বেশী, তাই নির্দ্বিধায় বিড করতে পারবেন।

যা যা করতে হবেঃ

  • ১. ধর্য্য সহকারে আমার টিউটোরিয়ালগুলো অনুসরন করতে হবে। যেহেতু আমি অন্য কোথাও হতে কপি-পেস্ট করছি না। তাই আমার প্রতিটা টিউটোরিয়ালের মাঝে কিছুটা সময় লাগতে পারে। 🙁
  • ২. আমি পিএইচপি, এইচটিএমএল কিংবা সিএসএস শিখাব না। তবে প্রতিটা টিউটোরিয়ালের সময় এই সম্পর্কে সাধারন ধারণা দিয়ে দেব, তাই চিন্তা করার কিছু নাই।
  • ৩. আমার অনেক সীমাবদ্বতা আছে, আমার অনেক ভুলও হবে হয়ত। তাই যারা ভুলগুলো ধরতে পারবেন আশা করি সাথে সাথে জানিয়ে দিবেন।

আজকে আর না। খুব সম্ভবত কালকে থেকেই শুরু হবে আমাদের যাত্রা। সবাইকে ধন্যবাদ।

প্রথম প্রকাশঃ টেকটুইটস

Level 0

আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেক্ষায় রইলাম মাখনদা টিউটোরিয়ালগুলোর জন্যে… লেখায় ফিরছেন দেখে ভালো লাগলো… :mrgreen:

Level 0

আশাই আছি ভাই..

    @Jamshed ভাই: কিসের আশায় আছেন ভাই। :p চিন্তা কইরেন না। ইনশাল্লাহ শুরু যখন হয়েছে শেষও হবে

মাখন ইজ ব্যাক ইন একশন… দেখে ভালো লাগলো ব্রাদার। চালিয়ে যান। দেখি কিছু শিখতে পারি কিনা।

wait for ur tutorial ………………….

Level 0

ধন্যবাদ এমন একটি বিষয়ে লেখার জন্য। আশা করি আপনি লেখাটি কনটিনিউ করবেন।

    @billi: জ্বী লেখা অবশ্যই চলবে। আশা করি পাশে থাকবেন। 🙂

      Level 0

      @মাখন:
      আচ্ছা আউটসর্সিং এর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এ কি ধরনের কাজ পাওয়া যায়? এবং এসব কাজ শেখের টিউটোরিয়াল কোথায় পাবো? জানালে উপকৃত হতাম।

    @billi: ফ্রীল্যান্সিং এর ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের জন্য প্রচুর কাজ থাকে সবসময়। এর মধ্যে থিম ডিজাইন, পিএসডি থেকে থিম, থিম মডিফাই, লোগো ডিজাইন, এসইও অপটিমাইজেশন উল্লেখযোগ্য। প্রথম তিনটা আশা করছি এই সিরিজে দিতে পারব। আর এসইও অপটিমাইজেশন নিয়েও টেকটিউনসে প্রচুর টিউন আছে। 😉

      Level 0

      @মাখন:
      ধন্যবাদ আপনার কাছ থেকে এই মুহুর্তে অনেক কিছু আশা করছি। সম্ভব হলে G-Talk এ অ্যাড করবেন ad.mahmud

হাজিরা দিয়ে গেলাম

Level 0

Thanks

প্রথমেই অসংখ্য ধনবাদ কারন আমি ঠিক এমন একটি টপিকই খুজছিলাম। সত্যি ই ফ্রি থিম খুজে খুযে আমি হয়রান হয়ে গেছি, মনের মত থিম পেলাম না। যদি আপনি নিয়মিত লেখেন তাহলে উপকৃত হব।

Level 0

A lot of ধৈরয নিয়ে অপেক্ষায় আছি, কন্টিনিউ করেন শিখেই ছাড়ব।

    @NurulaAzim: A lot of প্রচেষ্টা নিয়ে কন্টিনিউ করে যাব। আপনাকেও ধন্যবাদ।

আছিছছছছছছছছছছছছছছছছছছছছছচচ … শুরু করেন জলদি !!! 😉

শিখতে চাই। 😀

    @শোভন আলম: হুম ভাই, শিখতে যখন চান, তখন শিখে যান। আমরা আছি আপনার সাথেই। 😉

ওলে ওলে মাক্ষণদা লে… এইবার আপনাকে খেয়ে ফেলব 😛

Level 0

চালিয়ে যান মাখখন আছি তোমার পরবর্তী টিউনের আশায়

স্যার চালিয়ে যান সাথে আছি । যথা সময় ক্লাসে উপস্থিত থাকিব। আসসালামু আলাইকুম

Level 0

ভাই, অনেক দিন ধরে আপনাকে খুজেছি এই টপিকতা শিখব তাই। আর পারছি না। আজকে না শুরু করার কথা। কথা দিলাম আপনার সাথেই থাকব এবং শিখেই ছারব । Welldone

    @webrazu: আমাকে খুজছিলেন? :O 😛 আপনার মন্তব্য পেয়ে অনুপ্রানিত হলাম। ধন্যবাদ। 😀

মাখন ভাই শুনে এত খুশি যে প্রকাশ করার ভাষা খুজে পাচ্ছি না। আশায় রইলাম …..

Level 0

Chorrom!!!

ভালো উদ্যোগ

ভাই, অনেকদিন যাবত এই জিনিস গুলো খুজছিলাম।আপনাকে অনেক ধন্যবাদ …..

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।