প্রথমেই অফটপিকঃ অনেক অনেক দিন কিচ্ছু লিখি না। মন প্রাণ পুরাই অস্থির। চরমভাবে হতাশায় ডুবে গেছি। আবার লিখা শুরু করতে চাই, তাই আপনাদের সাহায্য একান্তই কাম্য। আশা করি সবাইকেই পাশে পাব। ধন্যবাদ।
এইবার আসি মূল কথায়। আমরা যখন চিন্তা করি ব্লগিং শুরু করব। তখন প্রথম যেটা চিন্তা করি সেটা হল কোন সিএমএস(Content management system) ব্যবহার করব। নিজের ডোমেইনে করব নাকি, অন্য কোন সাবডোমেইনে করব। এরপর যে চিন্তাটা করি সেইটা হল থিম বা টেম্পলেট। শুরু হয় খোজাখুজি। এই ব্যাপারে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। প্রায় দুমাস আগে কোন কিছু না ভেবেই একটা ডোমেইন আর হোস্টিং কিনে ফেলি। কিনার পরই চিন্তার শুরু। এটা দিয়ে কি করব? সাইট বানাব নাকি ব্লগ? জুমলা দিয়ে বানাব নাকি ওয়ার্ডপ্রেস? ব্লগিং-ই যেহেতু করব, তাই ওয়ার্ডপ্রেস ছাড়া আর কিছুর কথা ভাবা গেল না। শুরু হল থিম খোজাখুজি। টাকা দিয়ে কেনার সামর্থ বা ইচ্ছা কোনটায় ছিল না। তাই free wordpress theme, free premium(!) wordpress theme লিখে গুগলে রাত-দিন খোজাখুজি চলল। কিন্তু কোন থিমেরই এটা হয় তো ঐটা হয় না, ঐটা হয় তো এটা হয় না। আবার কিছু কিছু থিমের সবকিছু ঠিক থাকলেও দেখা গেল ফুটারে(footer) এ তাঁদের বিজ্ঞাপন। যেটা encrypted। মানে কিছু একটা চেঞ্জ করতে গেলেই, পুরা থিমটাই অকার্যকর হয়ে পড়বে। খুজতে খুজতে...[এখনো খোজা শেষ হয় নাই। সাইটের আর কাজ করবই না সিন্ধান্ত নিয়েছি :p]
যা-ই হোক, এইবার আসি মূল কথায়। আসলে থিম বানানো একেবারেই সহজ। একটু কষ্ট করলেই আপনি চাইলে নিজের থিম নিজেই বানিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে একটা কথা এসে যায়, এত সহজ হলে আমি নিজের থিমটি নিজে বানালাম না কেন? হাজার হোক আমি বাংলাদেশী, তৈরি জিনিস খাওয়ার মজা আমার থেকে ভালো আর কেই বা না জানে। আসলে আমি সবসময়ই Confused। থিম নিজে বানাতে গেলেও সিন্ধান্ত নিতে হয় কেমন থিম বানাব। কিন্তু আমার পক্ষে সেই সিন্ধান্ত নেওয়াও সম্ভব নয়। হা হা। তাই একটা মহাচক্রান্ত করেছি। আপনাদেরকে থিম বানানো শিখিয়ে দিব। এতে যদি কেউ খুশি হয়ে আমার জন্য একটা থিম বানিয়ে দেয় আর কি। 😉
আমি আপনাদেরকে থিম বানানো শিখাতে যাচ্ছি এর মানে এই নয় যে আমি সব শিখে এক মহাগুরু হয়ে গেছি। আসলে আমিও আপনাদের সাথে সাথে শিখব। তাই ভুল ত্রটি হবেই, কোন ভুল পাবার সাথে সাথেই আমাকে ধরিয়ে দিবেন আশা করি। তো শুরু করা যাক...
আজকে আর না। খুব সম্ভবত কালকে থেকেই শুরু হবে আমাদের যাত্রা। সবাইকে ধন্যবাদ।
প্রথম প্রকাশঃ টেকটুইটস
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
অপেক্ষায় রইলাম মাখনদা টিউটোরিয়ালগুলোর জন্যে… লেখায় ফিরছেন দেখে ভালো লাগলো…