ফটোশপ জোন (পর্ব-৬ : দৃষ্টিনন্দন পানির ফোটা )

ফটোশপ জোন

ফটোশপে যাদের মোটামুটি ধারণা আছে তারা প্রজেক্টটি দেখার আগে নিজেরা চেষ্টা করুন ,তারপর এটি দেখুন।এতে বিষয়টি আরো ভালোভাবে মনে থাকবে।আর যারা নবীন,তারা প্রথমেই দেখুন আর সাথে সাথে করুন।

১)file->open কমান্ড দিয়ে কোন ছবি খুলুন ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করার জন্য।

২) আমি নিচের ফাইল বা ডকুমেন্ট ওপেন করলাম।

৩) লেয়ার প্যালেট থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন ।একটি মেনু আসবে।duplicate layer কমান্ড দিন।ডায়লগ বক্স আসবে ।ok  করুন।

৩)ফলে ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটি কপি তৈরি হবে।

৪)elliptical marquee tool সিলেক্ট করুন

৫)লেয়ার প্যালেটে নিচের দিকে ৫ নং আইকন(creat new layer) এ ক্লিক করে নিচের ছবির মত করে new layer তৈরু করুন।

৬) এখন elliptical marquee tool দিয়ে এই লেয়ারের উপর একটি সিলেকশান তৈরি করুন নিচের মত।

৭) টুলমেনু থেকে gradient tool সিলেক্ট করুন।

৮)নিচের মত সেটিংস ঠিক করুন।

লক্ষ্য রাখবেন যেনো সেটিংস এ linear gradient সিলেক্ট করা থাকে।

৯)elliptical marquee tool দিয়ে যে সিলেকশান তৈরি করেছেন তাতে নিচের মত করে মাউসের লেফট বাটন ধরে রেখে উপর থেকে নিচে ড্র্যাগ করুন।(gradient tool সিলেক্ট থাকা অবস্থায়)

১০) ctrl+D প্রেস করে সিলেকশান আনসিলেক্ট করুন।

১১)লেয়ার প্যালেটে উপর দিকে blend mode হিসেবে overlay সিলেক্ট করুন।

১২)ফলে নিচের মত হবে

১৩) নিচে মত blending option সিলেক্ট করে মান ঠিক করুন।

১৪) নিচের মত ফলাফল আসবে।

১৫)filter->liquify

১৬) bloat tool সিলেক্ট করে এখান থেকে নিচের মত ব্রাশ সেটিংস ঠিক করুন।

১৭)এখন ফোটাটির নিচের দিকে ৩/৪ বার ক্লিক করুন।

নিচের মত হবে

১৮) forword wrap tool  সিলেক্ট করে নিচের মত ব্রাশ সেটিং করুন।

১৯) এখন ব্রাশটি দিয়ে উপরের দিকে কয়েকবার ড্র্যাগ করতে থাকুন যেনো নিচের ছবির মত হয়

২০) ok করুন।ফলে নিচের ছবির মত রেজাল্ট আসবে।

২১)পানির ফোটা সাধারণত এত বড় হয় না তাই এটিকে ছোট করতে হবে। এজন্য পানির ফোটার লেয়ার অর্থাৎ যে লেয়ারে ফোটাটি আকা হয়েছে তা সিলেক্ট করে ctrl+t প্রেস করুন।ফোটার চারপাশে একটি ফ্রেম তৈরি হবে ।একে প্রয়োজনমত বড় ছোট করে ফোটাটির আকার ঠিক করুন।

ফলে নিচের ছবির মত হবে।

ইচ্ছা করলে ফোটাটি আরো ছোট করতে পারেন।আমি দেখানোর সুবিধার জন্য ফোটাটি বেশী ছোট করলাম না।

২২) ম্যাজিক ওয়ান্ড টুল সিলেক্ট করে ফোটার বাইরে ক্লিক করুন ফলে ফোটা ছাড়া এর বাইরের অংশ সিলেক্ট হবে । ctrl+shift+i প্রেস করুন।ফলে ফোটাটি সিলেক্ট হবে।

এ অবস্থায় লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ডের কপি লেয়ার সিলেক্ট করুন।সুতরাং এই কপি লেয়ারে ফোটার সিলেকশানের মধ্যবর্তী এলাকা সিলেক্ট  অবস্থায় থাকবে

২৩) filter->liquefy

২৪) bloat tool সিলেক্ট করুন।ব্রাশ সেটিংস যা আছে তাই থাক।এখন ছবিটিতে কয়েকটি ক্লিক করুন।ফলে নিচের মত হবে।

Ok করুন।

পানির ফোটার নিচে যেকোনো ছবি ম্যাগ্নিফাইং গ্লাসের মত কিছুটা বড় দেখা যায়।এক্ষেত্রেও তাই হল

২৫) ইচ্ছা করলে আপনি আরো রিয়েলিষ্টিক করার জন্য টুল বক্স থেকে ব্রাশ সিলেক্ট করে নিতে পারেন।

ব্রাশ সেটিংস নিচের মত করুন।

এরপর ফোটার যেকোনো জায়গায় একটি ক্লিক করুন ।ফলে ফোটায় একটি চকচকে ভাব ফুটে উঠবে।

ফাইনাল রেজাল্ট

এখানে আমি যেভাবে বললাম এভাবেই যে করতে হবে এমন কোনো কথা নেই,একটা প্রজেক্ট বিভিন্নভাবে করা যায়।আমি আপনাদের কাছে সহজ পন্থায় কিভাবে পানির ফোটা তৈরি করা যায় তার একটি ধারণা দিলাম।আসলে ফটোশপ জিনিসটাই হচ্ছে প্র্যাক্টিস ।প্র্যাক্টিস যত করবেন তত শিখবেন।layer style এ drop shadow বা inner shadow তে আমি যে মান দিয়েছি আপনারা তা চেঞ্জ করে অন্য মান দিয়েও দেখতে পারেন,তাছাড়া অন্য পন্থায় বানানোর চেষ্টা করতে পারেন,এভাবেই আপনি একসময় ফটোশপে দক্ষতা অর্জন করতে পারেন,ইনশাআল্লাহ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন । কাজে আসবে ।
ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

খুবই সুন্দর ও কাজের টিউন,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Level 0

    ধন্যবাদ

ধন্যবাদ বিষয়টা এত সুন্দর ভাবে বুঝানোর জন্য……… কিছুদিন আগে কোনো একটা পোস্টে দেখেছিলাম যে কিভাবে জানি বিজ্ঞাপন ছাড়া ই- প্রথম আলো পড়া যায়। অন্য লিঙ্ক দিয়েকরতে হয়। কিন্তু কিছুতেই আর মনে করতে পারছি না। আপনারা কেউ কি জানেন যে কিভাবে তা করা যায়?? জানলে জানাবেন প্লিজ, প্লিজ।

Level 0

অনেক কষ্ট করে করছেন বুঝায় যায়, তবে জঠিল হয়ছে কিন্তু।

    Level 0

    ধন্যবাদ,আপনবাদের জন্যই তো করা,ভালো হলেই খুশি।কাল সন্ধ্যা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত করা এটি।

Level 0

MITHU ভাই খুব ভাল ভাবে উপস্থাপন করেছেন। ফটোশপ নিয়ে টিউন করতে মন চায় কিন্তু এত সময় লাগে তাই আর টিউন করা হয় না। ধন্যবাদ।

ভাইয়া সাথে আছি।

Level 0

vai, khubi valo hoise………ek kothay chomotkar……….r vai, autocad er bangla tutorial koi pabo janale khubi upokrito hobo………

    Level 0

    ভাই, দুঃখ জনক হলেও সত্য,বাংলায় প্রোগ্রামিং বা সফটওয়্যার এর ভাল কোনো বই নেই। কষ্ট করে ইংলিশই পড়েন।

Level 0

osomvob sundor .good

😀 ভালো টিউন

Level 0

darun hoise

vi screen shot gula show korce na kano