FL Studio টিউটোরিয়াল [পর্ব-২১] :: এক ঘন্টায় ‘ও রে নীল দরিয়া’ গানটি কম্পোজ করুন সাথে আরো ৫ টি বোনাস!

FL Studio টিউটোরিয়াল

সবাইকে জানাই  আন্তরিক শুভেচ্ছা।

অনেকে আগে থেকেই বলে আসছেন যে একটা সম্পূর্ণ গানের টিউটোরিয়াল কেন দিই না। আসলে সেটা করতে বিস্তর সময় ও মনোযোগ দরকার। যেটা সবসময় হয়না। তবুও শত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি একটু বেশি কিছুই দিতে। আজ শুধু একটা সম্পূর্ণ গানের টিউটোরিয়াল থাকছে না। থাকছে আরো কয়েকটি ড্রাম টিউটোরিয়াল।যেগুলো আপনাকে এফ এল স্টুডিও সম্পর্কে আরো একটু অ্যাডভান্স করে তুলবে। তো সরাসরি লিংক দিয়ে দিচ্ছি। তার আগে কয়েকটা কথা বলে নেয়া ভাল।

১। প্রথমত, মনোযোগ উপস্থাপনের দিকে হওয়ায় বলতেই ভুলে গেছি গানটা কোন তাল-এর। গানটা কাহারবা তালের। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একই ব্যবধানে ৪টি করে বিট হবে।

২। সময় স্বল্পতার কারণে কর্ডের কাজগুলো দেখানো যায়নি। এর বদলে Bass এর ব্যবহার দেখিয়েছি। তবে পরবর্তীতে কর্ড নিয়েও আলোচনা করব।

৩। ভিডিওটার দৈর্ঘ এক ঘন্টা হলেও তৈরি করতে আমার দুই ঘন্টার মতোই লেগেছে।

তো সরাসরি ভিডিওগুলোর লিংক দিচ্ছি।

 

আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।

Youtube Channel>> সাবস্ক্রাইব করুন।

Me on Facebook>> ফেইসবুকে আমি।

FL Studio Group>> সাহায্য গ্রুপ।

Fanpage>>>

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice . চালিয়ে যান ভাই

ভাই আমি ক্যাবল টিভি তে প্রচারের জন্য বিজ্ঞাপন তৈরি করে থাকি। আপনি কি ভয়েস রেকডিং এর সাথে যুক্ত মানে হল আমি বিজ্ঞাপন তৈরি তে ছেলে এবং মেয়ের ভয়েস ব্যবহার করি । যদি আপনি ভয়েস রেকডিং করেন তবে দয়া করে আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার ফেইসবুক আইডি-https://web.facebook.com/apu.kumar.9

    আসলে শখের বসে মিউজিক করি। তবে ভোকাল ও এসকল বিষয়ে কাজ করি।