ইবে থেকে হাজার হাজার ডলার আয় করার কথা শুনে থাকলে বিষয়টি কখনো বিশ্বাস করি নি। আসলে তখন ইবে সম্পর্কে আমার ধারনাও ছিল না। আমি যেহেতু একজন অনলাইন মার্কেটার এবং ভিজিটর নিয়ে কাজ করি তাই ভাবলাম একটু চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই এই উদ্দেগ্য। তবে বলে রাখছি, ইবে নিয়ে কাজ করা আমি কেবলমাত্র শুরু করেছি এবং এই ভিডিওগুলো দেখে আমার মনে হচ্ছে আমি এই ক্ষেত্রেও সফল হতে পারব। যেহেতু আমি একজন অনলাইন মার্কেটার তাই ইমেল মার্কেটিং, সোসিয়াল মার্কেটিং, ব্লগিং ইত্যাদি কাজের মাধ্যমে আমি আশা করছি খুব শিঘ্রই এই মাধ্যমে একজন সফল ফ্রিলেন্সার হতে পারব। আপনারও ট্রাই করতে পারেন।
কিভাবে শুরু করব তা বুঝি নি। সুস্পষ্ট ধারনাও পাচ্ছিলাম না। অবশেষে ইবে মানি মেকিং টিউটরিয়ালগুলো পেলাম। এই টিউনে সেই ভিডিওগুলো ফ্রিতে পাওয়ার লিংক দিচ্ছি। আশা করছি আপনাদেরও কাজে লাগবে।
কেন আপনি ইবে মানি মেকিং টিউটরিয়াল দেখবেন-?
ভিডিও এক : https://www.youtube.com/watch?v=O3w80p9N0Ws
ভিডিও দুই: https://www.youtube.com/watch?v=jodSdnPCVSE
বাকী ভিডিওগুলো দেখতে এখান থেকে সাবসক্রাইভ করুন ফ্রি
ফেইসবুকে আমাকে পাবেন - ফেইসবুক
টুইটারে আমাকে পাবেন - টুইটার
আমার ফেইসবুক পেইহজ - পেইজ
আমার ফেইসুবক গ্রুপ - গ্রুপ
আমি ভুলো মন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নতুন ফ্রিলেন্স মার্কেট: https://upclerks.com/ আমাকে পাবেন : https://www.kulauranews.com/ মোবাইল: +8801929766847 (whatsapp)