0কেমন আছেন সবাই? আশাকরি ভাল। অনেকদিন পর এলাম। আসলে খুব বেশি একটা সময় করতে পারি না। তবে এ কদিন বেশ কয়েকটা টিউটোরিয়াল পাবেন বলে আশা করছি। তো সরাসরি মূল কথায় আসা যাক।
অনেকেই অভিযোগ করেছেন যে আমি DJ নিয়ে লিখিনা বা কোনো টিউটোরিয়াল বানাই না কেন। দেখুন যেখানে ভারত আমাদের চেয়ে সংগীতে কয়েক দশক এগিয়ে সেখানে আমরা এই পশ্চিমা DJ’র পিছে সময় ব্যয় করে সংগীতের মূল ধারার বাইরে চলে যাচ্ছি। এই কারণে আমাদের সংগীতে উন্নতি হচ্ছে না।
আর যারা ডিজে করে তাদেরকে মিউজিশিয়ান বলে না তাদের বলে টেকনিশিয়ান। আর গানের সাথে ডিজে করা এটা পৃথিবীর অন্য কোথাও নেই। তাদের ডিজে চলে বিভিন্ন ক্লাবে, বারে, পার্টিতে। আমাদের মতো গানে না। আর সেটা তাদের সংস্কৃতি অনুযায়ী। তাই আমি এখনও বলব যে ডিজে নিয়ে পড়ে না থেকে সংগীতের মূল ধারাকে আঁকড়ে ধরুন। দেশের সংগীতকে একটা ভালো জায়গায় নিয়ে যাবার চেষ্টা করুন।
তবে এত অনুরোধের পর ডিজে নিয়ে কিছু লিখতেই হলো। ডিজের সাউন্ডগুলো কিভাবে করবেন বা ইফেক্টগুলো কীভাবে আনবেন তা নিয়ে থাকছে আজকের টিউটোরিয়াল। তবে বাইরে থেকেও আপনারা আরো অনেক সাউন্ড যোগ করতে পারেন। ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি।
টিউটোরিয়ালটি দেখতে নিচে লক্ষ্য করুন।
ধন্যবাদ সবাইকে শুভরাত্রি।
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।
ভাই ঈদের পরে দিলে ভাল হতোনা । যাইহোক নাইস টিউন ।