কেমন আছেন সবাই? আশাকরি ভাল। অনেকদিন পর এলাম। আসলে খুব বেশি একটা সময় করতে পারি না। তবে এ কদিন বেশ কয়েকটা টিউটোরিয়াল পাবেন বলে আশা করছি। তো সরাসরি মূল কথায় আসা যাক।
অটোটিউন: অটোটিউন শুনতে মনে হচ্ছে যে অটোমেটিক টিউন। অনেকে এটা ভেবে ভুল করে। কিন্তু অটোটিউন হলো কন্ঠের মাঝে ঢেউয়ের মতো ইফেক্ট তৈরি করা। আর এটা হয় তখনই যখন একটা নোট থেকে আরেকটা নোটে মসৃণভাবে যাওয়া যায়।
FL Studio –তে অটোটিউনের জন্য যে বিল্ট-ইন প্লাগিনটি আছে। তার নাম হলো Pitcher.
এটা যেভাবে কাজ করে তা হলো:
বেশি সংক্ষেপে লিখছি কারণ ভিডিও টিউটোরিয়াল থাকছে।
টিউটোরিয়ালটি,
ধন্যবাদ সবাইকে
আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।