কেমন আছেন সবাই। টেকটিউন তো এখন ঘোড়ার বেগে ছুটছে। চলুন আমরাও ছুটি।
আজ আপনাদের দেখাব কি করে উইনডোজ ৭ আর ভিস্তার উইনডোজ এক্সপ্লোরার টুলবার পাল্টাতে হবে। আজ রেজিষ্ট্রির মাধ্যমে আমরা উইনডোজ এক্সপ্লোরার টুলবারে কাট,কপি, পেষ্ট সহ আরো কিছু কমান্ড যোগ করব।
তো শুরু করে দিই, কি বলেন
|—————–—————|
|মিনিমাম ইউসার লেভেল – মিড লেভেল
|ডিফিকাল্টি – ৩৩%
।ডাউনলোডঃ ডাউনলোড করে নিন এখানে ক্লিক করে।
|—————————–—|
১. win+r চেপে run উইন্ডো খুলে regedit লিখে এন্টার চেপে রেজিষ্ট্রি এডিটর খুলুন। উইনডোজ কি চেপে সার্চ বক্সে regedit লিখে এন্টার দিলেও হবে)।
২. নিচে দেখানো পথে একে একে যেতে থাকি।
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}
রেজিষ্ট্রি কিটাতে( {5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7} ) তে রাইট ক্লিক করে। “Permissions…” এ ক্লিক করুন। নতুন আসা উইন্ডোর “Advanced” বাটনে ক্লিক করুন। এরপর আবার নতুন আসা উইন্ডোতে “Owner” tab এ ক্লিক করুন। আপনার Username সিলেক্ট করে “Apply” করুন। তারপর OK>OK ক্লিক করে বের হয়ে আসুন। আবার ঐ রেজিষ্ট্রি কি তে রাইট ক্লিক করে। “Permissions…” এ ক্লিক করুন। আপনার ইউজার নেম সিলেক্ট করে “Allow” option থেকে “Full Control” সিলেক্ট করুন OK করে বের হয়ে আসুন। ব্যাস।
৩. এবার ডাউনলোড করা জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট(Extract) করুন।
৪. "Add New Buttons.reg" ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
৫. User Account Control উইন্ডো আসলে yes দিন।
৬. এরপর "Registry Editor" (are you sure?) আসলে তাতেও ওকে দিন।
ব্যাস।
আর পূর্বাবস্থায় ফিরতে চাইলে Remove Buttons - Uninstall.reg ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
যারা টিউন পিডিএফ করে রাখতে পছন্দ করেন তাদের সুবিধার্তে কোড গুলো দিয়ে দিলাম।
১. Add New Buttons.reg(নোটপ্যাডে ওপেন করে নিচের কোড গুলো লিখুন। এরপর .reg ফরম্যাটে সেভ করুন)
Windows Registry Editor Version 5.00
;MeMAAKN
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}]
"CanonicalName"="Generic"
"PerceivedType"=dword:00000000
"Theme"="default"
"MostRelevant"="prop:System.Kind;System.DateModified;System.StructuredQuery.Virtual.Type;System.Size;System.ItemNameDisplay;System.ItemFolderPathDisplay;System.ItemAuthor;System.Keywords"
"LayoutType"=dword:00000001[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\Modifiers]
"Library"="{5f4eab9a-6833-4f61-899d-31cf46979d49}"
"LibraryFolder"="{da3f6866-35fe-4229-821a-26553a67fc18}"
"SearchResults"="{7fde1a1e-8b31-49a5-93b8-6be14cfa4943}"[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\TasksItemsSelected]
@="Windows.Cut; Windows.Copy; Windows.Delete; Windows.rename; Windows.properties; Windows.closewindow"[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\TasksNoItemsSelected]
@="Windows.selectall; Windows.Paste; Windows.undo; Windows.redo; Windows.menubar; Windows.previewpane; Windows.readingpane; Windows.navpane; Windows.closewindow"[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\TopViews]
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\TopViews\{00000000-0000-0000-0000-000000000000}]
"Name"="NoName"
"Order"=dword:00000000
"ColumnList"="prop:0(34)System.ItemNameDisplay;0System.DateModified;0System.ItemTypeText;0System.Size;1System.DateCreated;1System.Author;1System.Keywords;1System.Title"
"LogicalViewMode"=dword:00000001
২. Remove Buttons - Uninstall.reg ( নোটপ্যাডে ওপেন করে নিচের কোড গুলো লিখুন। এরপর .reg ফরম্যাটে সেভ করুন)
Windows Registry Editor Version 5.00
;MeMAAKN
[-HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\TasksItemsSelected]
[-HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}\TasksNoItemsSelected]
রেজিষ্ট্রির মজা এর আগের পর্বগুলো দেখতে পারেন এখান থেকেঃ
১. রেজিষ্ট্রির মজাঃ পর্ব ১(সম্ভবত) “এবারের টার্গেট উইনডোজ ৭ – ১.৮কেবির সফট দিয়ে পাল্টে দিন অনেক কিছুই”।
৩. রেজিষ্ট্রির মজাঃ পর্ব ৩। টার্গেটঃ ভিস্তা,৭। বিষয়ঃ উইন এক্সপ্লোরার এর কমান্ড বার পাল্টানো।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
আপনাকে প্রথমেই সাধুবাদ জানাই কষ্ট করে টিউটোরিয়ালটা চালিয়ে যাওয়ার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য।
এগিয়ে যান টিউটোরিয়ালটা নিয়ে আমাকে পাবেন আপানার পাশে।