ওয়ার্ডপ্রেস এর মতো অথবা ওয়ার্ডপ্রেসের চেয়ে আরও ভালো কমেন্টস সিস্টেম যোগ করুন আপনার ব্লগস্পট ব্লগে

ফ্রী ব্লগসাইট তৈরীর সাইট হিসেবে ব্লগারের জনপ্রিয় বিশ্বব্যাপী, বিশ্বের হাজার হাজার ব্লগার প্রতিদিন ব্লগারে ব্লগিং করে

ব্লগার ব্যবহার করে একটি ব্লগ খোলা একদমই সহজ যেকেউ নিজের জন্য একটি ব্লগ কয়েকমিনিটেই খুলতে পারবে তবে ব্লগারের যে ফিচারটির প্রতি এখনও ভালো করে গুগল মনোযোগ দেয়নি তা হলো ব্লগারের কমেন্টস সিস্টেম পুরাই বিরক্তিকর সিস্টেম দেখলেই কমেন্টস দেওয়ার আগ্রহই কমে যায়

যাই হোক আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কি করে আপনার ব্লগারের বিরক্তিকর কমেন্টস সিস্টেমকে ওয়ার্ডপ্রেস এর মতো বা তারচেয়ে ভালো ব্যবহার বান্ধব কমেন্টস সিস্টেমে পরিবর্তন করা যায় ঠিক আমার ব্লগের মতো

তাহলে চলুন শুরু করি

  • প্রথমে http://intensedebate.com এই সাইটিতে যান তারপর সাইন আপ বাটনে ক্লিক করে রেজিষ্টেশন করুন
  • এবার ইউজার নেম আর পাস্‌ওয়ার্ড দিয়ে লগিন করুন
  • লগিন করার পর Sites নামক অপশন হতে Add blog/site এ ক্লিক করুন
  • আপনার ব্লগের নাম দিয়ে নেক্সট এ ক্লিক করুন
  • এবার বাম সাইডে দেখতে পাবেন যে আপনি কিভাবে ইন্সটল করতে চান তা জানতে চাওয়া হয়েছে
  •  

     

     

     

  • প্রথম অবস্হায় Widget ইন্সটল করতে পারেন যদি ভালো লাগে তাহলে পরে টেম্পলেট এ ইন্সটল করে নিয়েন
  • যদি Widget ইন্সটল করতে চান তাহলে widget এ ক্লিক করুন
  • ২ নাম্বার অপশনে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি সবগুলো পোস্টেই এই কমেন্টস সিস্টেম চান নাকি শুধু নতুন পোস্টগুলোতে চান ?? আপনি আপনার মতো সিলেক্ট করুন
  • এবার Open Blogger.com এ ক্লিক করুন এবং তাহলে ডান পাশে ব্লগার সাইটি ওপেন হবে ব্লগারে লগিন করুন
  • আপনার ব্লগের সেটিংস এ যান তারপর Comments এ ক্লিক করুন
  • Under "Comments Default for Posts", select "New Posts Do Not Have Comments"
  • এবার সেভ করুন
  • এবার দেখুন চার নাম্বার অপশনে

    Add widget to my blog এটাতে ক্লিক করুন

  • এবার ডান পাশের মেনু হতে আপনি যে ব্লগটিতে ইন্সটল করতে চান তা সিলেক্ট করে add widget এ ক্লিক করুন
  • এবার দেখতে পাবেন যে intense debate commnets নামে একটি Widget আপনার ব্লগে যুক্ত হয়েছে এটিকে টেনে এনে Blog post অপশনের নিচে স্হাপন করুন
  • ব্যাস কাজ শেষ
  • এবার আসি কিভাবে টেম্পলেট ইন্সটল করবো

  • যদি টেম্পলেট এ ইন্সটল করতে চান তাহলে টেম্পলেট সিলেক্ট করুন এবং নিচের দিকে আসুন তাহলে ব্রাউজ নামে একটি অপশন দেখতে পাবেন
  • এবার ব্লগারে লগিন করুন তারপর Layout/design এ ক্লিক করুন তারপর Edit Html এ ক্লিক করুন এবার Download full template এ ক্লিক করলে পুরো ফাইলটি আপনার পিসিতে সেভ হবে
  • এবার Browse এ ক্লিক করে পুরো ফাইলটি আপলোড করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন
  •  

     

     

     

  • এবার উপরে কালো চিহু দেওয়া অংশটিতে ক্লিক করলে পুরো লেখাটি সিলেক্ট হবে এবার কপি করুন পুরো লেখাটি
  • ব্লগারের layout/design এ ক্লিক করুন তারপর Edit Html এ ক্লিক করুন এখানে বক্সের ভিতরের সবগুলো লেখা মুছে ফেলুন এবং কপি করা লেখাটি এখানে পেস্ট করুন এবং Save template এ ক্লিক করুন
  • ব্যাস আমাদের কাজ শেষ
  • আনইন্সটল করতে চাইলে Widget এর বেলায় Widget টি রিমুভ করে দিলেই হবে আর টেম্পলেট এর বেলায় Intensedebate সাইটটিতে লগিন করে যে সাইট হতে কমেন্টস রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে Uninstall এ ক্লিক করুন এবার আগের মতো ব্লগার হতে টেম্পলেট এর ফাইলটি ডাউনলোড করে আপলোড করুন তারপর আগের মতো এখান হতে কপি করে ব্লগারের টেম্পলেট এ পেস্ট করুন ব্যাস তাহলেই হবে

    কোন ধরনের বুঝতে সমস্যা হলে আমাকে মন্তব্য করে জানান

    আমার নিজস্ব ব্লগে পূর্বে প্রকাশিত

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনারে তো দেখাই যায়না। যাই হোক অনেক উপকার করলেন।
তাই অনেক ধন্যবাদ।

ধন্যবাদ। বর্তমানে কাজে না লাগলেও প্রিয়তে রেখে দিচ্ছি যদি পরে প্রয়োজন পড়ে তাহলে তখন এটা নিয়ে গবেষণা করবো মানে ট্রাই করে দেখবো। ভালো থাকুন।

অফটপিকঃ ভাইয়া এতদিন কোথায় ছিলেন?

হে হে হে… সাবটাইটেল মামুন? নাকি বিসমিল্লাহ মামুন? 😉

আপনারে ধইন্যবাদ বইলা অপমান করুম না …. অনেক উপকার করলেন। আজ সন্ধ্যায় আপনার দেয়া টিউটোরিয়াল দেখে কাজটা সেরে নিলাম আমার সাইট এও… http://muntasironline.blogspot.com/ . একটা জিনিস মাথায় আসতেছেনা। কোন পদ্ধতি ভালো? Widget ? নাকি Template? আমি আপাতত প্রথমটি দিয়েই চালাচ্ছি। দ্বিতীয়টি ঝামেলা লাগছে।

সাবটাইটেল মামুন ভাই অনেক দিন পর দেখা দিলেন আশা করি এখন থেকে নিয়মিত থাকবেন,আপনাদের মতন টিউনারকে না দেখলে টেকটিউন্স ফাঁকা ফাঁকা লাগে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য।
আমি আমার ব্লগে এড করে তারপর কমেন্ট করলাম।
অনেক ভাল একটি জিনিস শেয়ার করলেন।
আপনাকে আবারো ধন্যবাদ কথা রাখার জন্য।
ভাল থাকবেন এবং আরো বেশী বেশী টিউন করবেন।

Level 0

জটিল জিনিস…

Level 0

+++++++++++ দিলাম

চমৎকার! আমিও প্রথমে কমেন্ট সিস্টেম খুজছিলাম, পরে এটা পেয়ে যেন আকাশার চাঁদ হাতে পেলাম 😀

মামুন ভাই একটা সাহায্য করেন, ব্লগারে কিভাবে পোস্ট থাম্বনেইল যোগ করতে পারি?

Level 0

onek dhonnobad.

Level 0

ভাই হয়না তো ” যদি টেম্পলেট এ ইন্সটল করতে চান তাহলে টেম্পলেট সিলেক্ট করুন এবং নিচের দিকে আসুন তাহলে ব্রাউজ নামে একটি অপশন দেখতে পাবেন ” অ্যাড করসি কিন্তু শো করতেছে না আমার ব্লগ http://www.hadiuits.blogspot.com/ এ অ্যাড করছি কিন্তু হচ্ছে না